West Bengal Weather Update: ভ্যাপসা গরমে দিন কাটাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকে রোদের দাপটে বাইরে বেরোনো অসহ্য হয়ে উঠছিল। স্বস্তি মিলছিল না রাতেও। জুনের আজ ১১ তারিখ হয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। এর মাঝেই ঝড়বৃষ্টি নিয়ে আশার খবর শোনালো হাওয়া অফিস। আজ, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে শুরু করে টানা কয়েকদিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে বাতাসের গতি। আগামী কয়েকদিনে কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট নিয়ে রইল বিস্তারিত খবর।
West Bengal Weather Update: আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে জানানো হয়েছে, আজ বুধবার, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুরের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে সপ্তাহের শেষ অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট বাড়বে। ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গে। মিলতে পারে ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি।
West Bengal Weather Update: আজ কলকাতার আবহাওয়া

প্যাচপ্যাচে গরমে নাভিশ্বাস হয়ে উঠেছিল নাগরিক জীবন। গত কয়েকদিন মাঝে মাঝে দু-এক ফোঁটা বৃষ্টি হলেও একেবারেই স্বস্তি মেলেনি। তবে আজ থেকে মহানগরী কলকাতাতেও হাওয়া বদলের ইঙ্গিত আছে। আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ বুধবার শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে। সেইসঙ্গে শহরের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রয়েছে দমকা হাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহজুড়ে মহানগরী ভিজতে পারে স্বস্তির বৃষ্টিতে।
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মিলেছে দুর্যোগের ইঙ্গিত। পাহাড়ে এই দু-দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও আজ বৃষ্টির হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে আজ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার দার্জিলিং এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। একেবারে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বর্ষা কবে?
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনও মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠেনি। তবে আবহাওয়াবিদদের একাংশের ধারণা, চলতি সপ্তাহেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আজকের হাওয়া বদলের সঙ্গে তারই ইঙ্গিত মিলছে।