এরকম আজব ঘটনা শুনেছেন কখনো? লম্বা-চওড়া সদ্য পিচঢালা মসৃণ রাস্তা। খরচ ১০০ কোটি। খানাখন্দ-র বালাই নেই কোথাও। অথচ গোটা রাস্তার মাঝে এখানে সেখানে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছ। ফলে রাস্তা দিয়ে যেতে গেলে আপনাকে এঁকে বেঁকে গাড়ি চালাতে হবে। একটু অসাবধান হলেই শিয়রে বিপদ।
না কোনো ভিডিও গেম নয়। ঠিক এমনটাই ঘটেছে আমাদের পড়শি রাজ্য বিহারে। বিহারের পাটনা থেকে গয়া যাওয়ার পথে পড়ে জেহানাবাদ। আর এই জেহানাবাদেই সম্প্রতি হয়েছে মেন রোড সম্প্রসারণের কাজ। প্রায় সাড়ে ৭ কিলোমিটার জুড়ে নতুন পিচঢালা রাস্তা তৈরি করার সময় কাটা হয়নি একটাও গাছ। ফলে গাছগুলি যেমন ছিল তেমন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝেই।
খবর অনুযায়ী, এই রাস্তা সম্প্রসারণের জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। কিন্তু অনেকেই বলছেন এই বিপুল টাকা ব্যয় করে আখেরে ডেকে আনা হয়েছে বিপদ। সমস্যা এতটাই যে, এই রাস্তা ধরে কোন গাড়ি সোজা ছুটতে পারবে না। গাছের পর গাছ বাঁচিয়ে এদিক ওদিক পাশ কাটিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে চালাতে হবে গাড়ি। একটু এদিক-সেদিক হলেই ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যে নাকি তেমনটা ঘটেওছে। কিন্তু এত টাকা খরচ করে এরকম রাস্তা তৈরি হওয়ার কারণ কি?
আরও পড়ুন –জুলাই মাসের পূর্ণিমায় দেখা যাবে হরিণ চাঁদ, এই মহাজাগতিক দৃশ্য দেখতে কিন্তু ভুলবেন না
জানা যাচ্ছে, যে জায়গা জুড়ে রাস্তা তৈরি হয়েছে সেখানে আগে থেকেই গাছ ছিল। রাস্তা তৈরির জন্য জেলা প্রশাসন বনবিভাগের কাছ থেকে ছাড়পত্র চেয়েছিল। কিন্তু গাছ কেটে রাস্তা তৈরি করার জন্য বনবিভাগ ১৪ হেক্টর বনভূমির ক্ষতিপূরণ দাবি করে। তবে সে দাবি পূরণ করতে পারেনি প্রশাসন।
এদিকে শুরু হয়ে যায় রাস্তার কাজ। তবে রাস্তা তৈরির সময় যে কটি গাছ রাস্তার ওপরে এসে পড়ছিল, সেগুলির একটিও কাটা পড়েনি। ফলে যা হওয়ার তাই। গাছও আছে, পিচঢালা রাস্তাও হয়েছে। এমতাবস্থায় রাস্তায় কোন দুর্ঘটনা হলে দায় নেওয়ার কেউ নেই।