Weather Kolkata West Bengal: আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে মৌসুমী বায়ু অক্ষরেখা বিকানের, জয়পুর, দাতিয়া, সিদ্ধি, আসানসোল এবং কলকাতা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আর একটি উচ্চ ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবার, উত্তর গুজরাট থেকে একটি উচ্চ অক্ষরেখা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে পার্শ্ববর্তী ঘূর্ণাবর্তের দিকে প্রবাহিত হচ্ছে। এই সিস্টেম এবং শক্তিশালী মৌসুমি বায়ুর জোড়া ফলায়, রাজ্যের অধিকাংশ জায়গায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। হাওয়া অফিস জানাচ্ছে আগামী সাতদিন মোটামুটি এমনই থাকবে তিলোত্তমার আবহাওয়া। তবে কলকাতার তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি থাকবে বলে জানা যাচ্ছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই সব জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এর সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন – প্রশ্ন করতেই ‘জব্দ’ চ্যাটজিপিটি বা মেটা এআই, দিতে পারল না সঠিক উত্তর
শনিবার জারি থাকবে বৃষ্টি। ওদিন বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং নদীয়া জেলার কোনো কোনো জায়গায়। বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত। এছাড়া বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-একটি জায়গায় ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
রবিবারও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (০৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের বেশ কিছু অংশে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন – দুঃসাহসিক অভিযান! একা হাতে দাঁড় টেনে আটলান্টিক মহাসাগর পার হলেন এই তরুণী
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ তুলনামুলক কম থাকতে পারে। আগামী সোমবার থেকে আবার বৃষ্টির দাপট বাড়বে বলে জানা যাচ্ছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে মালদা জেলায়। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে এবং বুধবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।