Seine River Paris: বহু বছর সাঁতার কাটতে দেওয়া হয়নি এই নদীতে। তা প্রায় ১০০ বছর। নদীর বুকে ঝাঁপ দিয়ে মনের আনন্দে মানুষ সাঁতার কেটেছিল শেষ ১৯২৩ সালে। তারপর তা বন্ধ হয়ে যায়। এবার সেই নদী আবার খুলে দেওয়া হল সাঁতারুদের জন্য। গত শনিবার সকাল ৮ টায় আবার শুরু হল নদীতে ঝাঁপ দেওয়ার পালা।
সাঁতার কাটার নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৯৮৮ সালেও। কিন্তু তখন নদীর জল মানুষের সাঁতার কাটার পক্ষে উপযুক্ত ছিল না। সেই কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। কিন্তু, বিগত কুড়ি বছরে নদীর জলে দূষণের মাত্রা যথেষ্ট হারে কমে যাওয়ার জন্য আবার অনুমতি দেওয়া হল। তবে, এর নেপথ্যে রয়েছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক প্রতিযোগীতা।
ফ্রান্সের রাজধানী প্যারিসের বুকের উপর দিয়ে বয়ে গেছে অনন্যসুন্দর সিন নদী (Seine River Paris)। এতদিন এই সিন নদীর জলপ্রবাহের সৌন্দর্য উপভোগ করার সুযোগ সবার থাকলেও নদীতে নেমে সাঁতার কাটার সুযোগ ছিল না। কিন্তু গত বছর গ্রীষ্মকালে প্যারিস অলিম্পিকের সময় নতুন প্রাণ পায় এই নদী।
নদীর জল অলিম্পিক সাঁতারুদের সাঁতার কাটার পক্ষে উপযোগী করে তোলার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। জল পরিষ্কার করতে খরচ করা হয় ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকা। আদ্যোপান্ত পরিস্কার করা হয় নদী এবং তার জল। সেই উদ্যোগের ফলেই নদীতে কমে আসে দূষণের মাত্রা। এরপর প্রাণভরে স্নান করার জন্য উপযোগী হয়ে ওঠে প্যারিসের সিন নদী।
গত শনিবার থেকে সাঁতার কাটার জন্য নদীর মোট ৩-টি ঘাট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। একটি নোত্রেডামের কাছে, একটি ঐতিহাসিক আইফেল টাওয়ারের পাশে এবং আর একটি প্যারিসের পূর্ব অংশে। ইউরোপীয় মানদণ্ড অনুসারে সিন নদীর জলের গুণমান পরীক্ষার ফলাফল ধারাবাহিকভাবে ভালো হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন থেকে এই তিন ঘাটে প্রতিদিন বহু মানুষ সিন নদীর জলে স্নান করার সুযোগ পাবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আপাতত এই সুযোগ জারি থাকছে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর কাঙ্খিত এই মুহূর্তটি পেয়ে উচ্ছসিত হয়ে পড়েছেন আপামর প্যারিসবাসী। ভিড় করছেন গা ভেজানোর জন্য।