তথ্যপ্রযুক্তির শীর্ষপদে আর একজন ভারতীয়। অ্যাপলের নতুন সিওও বা চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত সাবিহ খান। মঙ্গলবার বিশ্বের অন্যতম বৃহৎ টেক সংস্থা অ্যাপল এই পদের জন্য সাবিহ খানের নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। অ্যাপল জানিয়েছে চলতি মাসের শেষের দিকে সাবিহ তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
সাবিহ খানের জন্ম ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তাঁর পরিবার সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুরেই তাঁর পরবর্তী স্কুলজীবন কাটে। এরপর তাঁদের স্থায়ী ঠিকানা হয় মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট হন। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও অর্জন করেন তিনি। ১৯৯৫ সালে সাবিহ খান সিলিকন ভ্যালির অ্যাপল কোম্পানিতে যোগদান করেন। সেই থেকে শুরু করে তিরিশ বছর অ্যাপলের বিভিন্ন সেক্টরে কাজ করে আসছেন। অ্যাপলে যোগদানের আগে তিনি জিই কোম্পানিতে (বর্তমানে এসএবিআইসি) অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন।
আরও পড়ুন – Pompeii City: অগ্নুৎপাতের গ্রাসে গোটা শহর, প্রায় ২ হাজার মানুষের সমাধি হল ছাই আর পিউমিস পাথরের নিচে
২০১৯ সালে সাবিহ খান অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস পদে নিযুক্ত হন। আইফোন নির্মাতা অ্যাপল জানিয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তাকে নতুন এই পদে নিযুক্ত করা হচ্ছে। অ্যাপল সিইও টিম কুক একটি প্রেস বিজ্ঞপ্তিতে সাবিহ খানের ভুয়সী প্রশংসা করে বলেছেন, সাবিহ শুধুমাত্র একজন প্রতিভাবান পেশাদারই নন, বরং পরিবেশগত স্থিতিশীলতার দিকে অ্যাপলকে এগিয়ে নেওয়ার পেছনে তার অবদান রয়েছে। তার নেতৃত্বেই অ্যাপল তার কার্বন ফুটপ্রিন্ট ৬০ শতাংশ হ্রাস করতে সক্ষম হয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খানের এই মুকুট গোটা বিশ্বে ভারতীয় প্রতিভার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একইসঙ্গে, বিশ্বের প্রযুক্তি খাতে ভারতীয় পেশাজীবীদের ক্রমবর্ধমান প্রভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে। বর্তমানে সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় বহু প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। তাঁদের মধ্যে গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফট কোম্পানির সত্য নাদেলা প্রমুখরা উল্লেখযোগ্য।