হাড় হিম করা ঘটনা! মানুষখেকো অজগর সাপ সম্বন্ধে আমরা কমবেশি সবাই শুনেছি। কিন্তু তাই বলে যে বাস্তবে এরকম ভয়াবহ ঘটনা ঘটবে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। জলজ্যান্ত একটা মানুষকে আস্ত গিলে খেল ২৬ ফুটের লম্বা একটি অজগর সাপ। বাঁচার জন্য প্রাণপণ লড়াই করলেও শেষ রক্ষা আর হয়নি। পাইথনের পেটেই অবশেষে প্রাণ গেল ওই ব্যক্তির।
যে লোকটির এরকম ভয়াবহ পরিণতি হয়েছে তিনি পেশায় একজন কৃষক। নাম লা নোতি। বয়স ৬৩ বছর। গত শুক্রবার সকালে তিনি তাঁর বাড়ির পাশের বাগানে গিয়েছিলেন গবাদি পশুদের খাওয়াতে। তারপর আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর ঐদিন দুপুরে তার খোঁজ মেলে। মৃত লা নোতিকে ওই দিনই পাইথনের পেট থেকে উদ্ধার হয়।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির বুতন জেলায়। শুক্রবার সকাল থেকে নোতি নিখোঁজ হওয়ার পর গ্রামবাসীরা ব্যাপক খোঁজখবর শুরু করেন। রাস্তার পাশে তার মোটরসাইকেলটি দাঁড় করানো অবস্থায় দেখতে পাওয়া যায়। শুরু হয় অনুসন্ধান। অনেক তল্লাশির পর দুপুর নাগাদ তাঁরা নিকটবর্তী বাগানে একটি অজগর সাপকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। অস্বাভাবিক বলার কারণ, সাপের পেট দেখে তাঁদের মনে হয়েছিল মধ্যে বড় কিছু রয়েছে। সন্দেহ হওয়ায়, এরপর গ্রামবাসীরা সাপটিকে মেরে ফেলে এবং পেটের ভেতর থেকে পোশাক পরা অবস্থাতেই লা নোতির নিথর দেহ উদ্ধার করে।
আরও পড়ুন – বয়সের ছাপ লোকাতে গ্লুটাথিয়ন, শেফালির মৃত্যুর পর প্রশ্ন উঠছে অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিয়ে
এমনিতেই ইন্দোনেশিয়ার এই অঞ্চলটি ভয়ংকর রেটিলেটেড পাইথন বা জালিকাযুক্ত অজগর সাপের বাসস্থল হিসেবে ধরা হয়। এর আগে অনেকবার এই অঞ্চলে এরকম ঘটনা ঘটেছে। গত বছরই সুলাওয়েসির কালেম্পাং গ্রামের এক মহিলার দেহ অজগর সাপের পেট থেকে উদ্ধার করা হয়েছিল। তার তিন মাস পর একইরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে ওই অঞ্চলে। ২০১৮ সালেও সুলাওয়েসির মুনা দ্বীপে ৫৪ বছর বয়সী এক মহিলাকে গিলে খায় ২৩ ফুট লম্বা একটি অজগর সাপ। তবে সাম্প্রতিক এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ওই অঞ্চলে।
আরও পড়ুন – Seine River Paris: ১০০ বছর পর আবার সাঁতার কাটার সুযোগ মিলল এই নদীতে, কারণ জানলে চমকে উঠবেন
ইন্দোনেশিয়া বলতে যে শুধু বালি আর জাকার্তা বোঝায় না, তা আরো একবার প্রমাণিত হল। দ্রুত নগরায়ন ঘটলেও ফিলিপাইনস এবং ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত বনভূমি এবং সমৃদ্ধশালী প্রাকৃতিক বৈচিত্র জলিকাযুক্ত অজগর সাপ বা রেটিকুলেটেড পাইথনদের স্বর্গভূমি। তবে মূলত এরা গবাদি পশু খেলেও, আস্ত মানুষ গিলে ফেলার মত ঘটনা সত্যিই বিরল।