ভালো খবর দিল রেল। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই চালু হচ্ছে AC লোকাল ট্রেন ( AC Local Train)। ঠাসা ভিড় আর গরমের মাঝে যেসব যাত্রীরা রোজ ট্রেনে যাওয়া আসা করেন, তারা এবার স্বস্তি পাবেন। বিশেষ করে অফিস যাত্রীরা। আজ দুপুরে শিয়ালদহ মেইন শাখার রানাঘাট স্টেশনে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের প্রথম AC লোকাল ট্রেনের রেক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চলতে পারে এই ট্রেনগুলি।
সারা ভারতে প্রথম AC লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বাইতে। তারপর চেন্নাইয়ে। এবার তা চালু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে, আপাতত ১২ কামরার দুটি এসি রেক এসে পৌঁছাচ্ছে। প্রথম পর্যায়ের ট্রায়াল রানও শেষ হয়েছে। তবে যাত্রী পরিষেবায় পূর্ণমাত্রায় চালু করতে আরও কয়েকটা দিন সময় লাগবে।
১২ বগির এই AC লোকাল ট্রেনের সব কামরাই বাতানুকূল। প্রত্যেক কামরায় রয়েছে চারটি করে স্বয়ংক্রিয় দরজা। মেট্রোর মত ট্রেন চলার সময় দরজাগুলি বন্ধই থাকবে। স্টেশন এলে তবেই খুলবে দরজা। দরজা খোলা এবং বন্ধ হওয়ার পুরো কন্ট্রোল থাকবে পাইলটের হাতে। স্টেনলেস স্টিলে তৈরি এই AC লোকাল ট্রেনে রয়েছে GPS নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। প্রশস্ত বসার জায়গার পাশাপাশি মালপত্র রাখার জায়গাও পাওয়া যাবে অনেক।
তবে এই ট্রেনগুলি কোন কোন স্টেশনে দাঁড়াবে, কবে থেকে চালু হবে বা ট্রেনের ভাড়াই বা কত হবে সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করে জানা যায় নি। আর কিছুদিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা যাচ্ছে।
তথ্যসূত্র: বিভিন্ন সংবাদমাধ্যম