Saturday, November 15

আগমনীর সুর বেজে গেছে

শুরু হয়েছে বাঙ্গালির প্রাণের উৎসব - শারদীয়া দুর্গোৎসব।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজো মানে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া, কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করা, অষ্টমীর দিন সকালে মায়ের অঞ্জলি দেওয়া, পুজোর ফ্যাশনে নতুন করে সেজে ওঠা আর  শহর থেকে গ্রামে প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড়ের মাঝে রাত জেগে ঠাকুর দেখা। পুজোর এই দিনগুলো আনন্দমুখর হয়ে উঠুক সবার।

পাঠকদের তোলা সেরা ১০টি ছবি প্রকাশিত হবে সিবুলেটিন.com এর পাতায়।

আপনার মোবাইল বা ক্যামেরায় তোলা সেরা ৩টি ছবি আপনার নাম এবং ঠিকানা-সহ পাঠান আমাদের কাছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। 

 

সিবুলেটিন.com পুজোর ‘সেরা ছবি’ প্রতিযোগীতায় অংশ নিতে এবং ছবি পাঠাতে মেইল করুণ নিচের মেইল আইডি তে-

editor@cbulletin.com