Saturday, November 15

বিনোদন

রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

ঐতিহ্য আর আধুনিকতার ভারসাম্যে রশ্মিকা ভারতীয় ফ্যাশনের দুই মেরুকে এক সূত্রে বেঁধে দিয়েছেন।
রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা
রশ্মিকা মান্দান্না।

Rashmika Mandanna Fashion Look

ভারতীয় ফ্যাশনকে যেন নতুন করে সংজ্ঞায়িত করছেন রশ্মিকা মন্দান্না। ঐতিহ্য আর আধুনিকতাকে পাশাপাশি রেখে গড়ে তুলছেন নিজের স্বতন্ত্র স্টাইল। সম্প্রতি ‘ম্যাডক’-এর হরর কমেডি মুভি ‘থামা’–র প্রচারে দুটি অসাধারণ অবতারে দেখা গিয়েছিল তাঁকে। দুটি লুকই যেন সেই বৈপরীত্যের নিখুঁত উদাহরণ। একদিকে জে. জে. ভালায়া’র রাজকীয় নকশা সমৃদ্ধ পোশাক, অন্যদিকে ‘একে ওকে’–র আধুনিক এবং ভাস্কর্য সমন্বিত সাহসী পোশাক- রশ্মিকার এই দুই সাজে ঝলমল করছিল সমসাময়িক ভারতীয় ফ্যাশনের দুই মুখ।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

রাজকীয় লুকে রশ্মিকা মন্দানা

 

রশ্মিকার প্রথম লুকে ছিল ভালায়া থেকে নিখুঁত কারুকার্য করা অফ-হোয়াইট লেহেঙ্গা। লেহেঙ্গার উপরে শোভা পাচ্ছিল সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ ও রত্নখচিত অলঙ্করন। যা উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠছিল।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

ঐতিহ্যের মোড়কে অসামান্যা

 

সঙ্গে ক্রপ করা লাল চোলি এবং গভীর গলার রেখা রশ্মিকার লুকে এনে দিয়েছিল সাহসী ছোঁয়া।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

আভিজাত্যের মধ্যে নান্দনিকতা

 

তার সঙ্গে মিলিয়ে একটি প্রবাহমান দোপাট্টা সম্পূর্ণ করেছিল আকর্ষণীয় রাজকীয় আবহ।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

মেগান কনসেসিও-র স্টাইলে সুসজ্জিতা

 

পান্নাখচিত নেকলেস, স্তরে স্তরে সাজানো সোনার গহনা আর কপালে ছোট্ট একটা বিন্দি- সব মিলিয়ে আধুনিকতার সঙ্গে রাজকীয় আভিজাত্য ফুটে উঠছিল রশ্মিকার ব্যক্তিত্বে আর আত্মবিশ্বাসে।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতা

 

অন্যদিকে ‘একে|ওকে’–র পোশাকে রশ্মিকা হাজির হয়েছিলেন একেবারে ভিন্ন মেজাজে।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

সাহসী লুকে অনন্যা

 

সাদা–কালো ড্রেপড সেটে ছিল গঠন ও গতির অনন্য মিশেল। মেটালিক অলঙ্করণে সাজানো ক্রপ ব্লেজার ও ড্রেপড স্কার্টে ফুটে উঠেছিল সাহসী এবং পরীক্ষামূলক ফ্যাশন স্টেটমেন্ট।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

আধুনিক সৌন্দর্য্যের স্থাপত্য

 

অক্সিডাইজড সিলভার জুয়েলারি, স্লিক ব্যাক হেয়ার, স্মোকড আইজ ও ন্যুড লিপস- সব মিলিয়ে নিখুঁত ছাঁচে গড়া হয়েছিল অভিনেত্রীর আধুনিক ফ্যাশন লুক।


রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা

অপরূপ ভারসাম্যে রশ্মিকা

 

সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার ভারসাম্যে রশ্মিকা ভারতীয় ফ্যাশনের দুই মেরুকে এক সূত্রে বেঁধে দিয়েছেন।

আরও পড়ুন – ভিনদেশে থেকেও অনুভব করেন শেকড়ের টান, নিউইয়র্কে এবছর কেমন কাটল ‘দেশি গার্ল’-এর দীপাবলি?

আরও পড়ুন – কেদারনাথ মন্দির ভ্রমণে সারা আলি খান, বেড়াতে গিয়ে কি কি করলেন সেখানে?

সব ছবি: ইনস্টাগ্রাম।

ফলো করুণ-