দীপাবলি উদযাপনে ‘দেশি গার্ল’
বিদেশে থিতু হয়েছেন বহুদিন আগেই। কিন্তু ভোলেননি নিজের দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে। উৎসবের দিনগুলিতে ভিনদেশে থেকেও তিনি অনুভব করেন শেকড়ের টান। তাই প্রতিবারের মত এবছরও নিউইয়র্কে দীপাবলি উৎসব ধুমধাম করে পালন করলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। পপ তারকা স্বামী নিক জোনাস এবং ছোট্ট মেয়ে মালতী মেরিকে সঙ্গে নিয়ে মেতে উঠলেন আলোর উৎসবে। আধুনিক অথচ রুচিশীল পোশাকে দেশীয় ঐতিহ্যকে বহন করে এদিন তিনি সেজেছিলেন প্রখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার স্টাইল স্টেটমেন্টে।
দীপাবলি উদযাপনের দিন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লাল রঙের অসাধারণ একখানা স্কারলেট পরেছিলেন। নিউইয়র্কের বাড়িতে এদিন ছিল পুজোর আয়োজন। উপস্থিত ছিল ছোট্ট মালতীর বন্ধুরাও। বাবার কোলে বসে তিন বছরের মালতী মা লক্ষ্মীর আরাধনা করতে দেখা যায়। উৎসবের আমেজে এদিন নিক জোনাসের পরনে ছিল ‘যোধপুরি কোট’। মায়ের মত মালতীও পরেছিল দেশীয় পোশাক।
বলা বাহুল্য, দীপাবলিতে ‘দেশি গার্ল’-এর লুকে ছিল আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন এবং অপরুপ ভারসাম্য। মার্জিত ডিজাইনের পোশাকে প্রিয়াঙ্কাকে মানিয়েছিল বেশ। স্কারলেটের পাতলা স্ট্র্যাপ এবং স্ট্রেট নেকলাইন প্রিয়াঙ্কার লুকে অন্য মাত্রা যোগ করেছিল। এছাড়া লাল রঙের প্যান্টে ছিল জরির কাজ। এর সঙ্গে লাল রঙের মানানসই একটি দোপাট্টা প্রিয়াঙ্কা তাঁর গলায় আলতো করে জড়িয়ে রেখেছিলেন।
পরিবার এবং মালতীর বন্ধুদের সঙ্গে এই উৎসব উদযাপনের মুহূর্তগুলো প্রিয়াঙ্কা ভাগ করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ক্যাপশনে তিনি লিখেছেন – ‘এবারের দীপাবলি উৎসব ছিল হৃদয় আর ভালোবাসায় মোড়া। যাদের এই উৎসব নিয়ে কোনো ধারণা নেই, তাদের সঙ্গেই এবার দীপাবলি উদযাপন করছি। বিশেষ করে মালতীর বন্ধুরা। সবাইকে জানাই আমার দীপাবলীর শুভেচ্ছা। এই উৎসব সবার জীবনে আনন্দ, সুখ, সমৃদ্ধি আর ভালবাসা বয়ে আনুক।’
পেশাগত দিকে প্রিয়াঙ্কা আপাতত ‘দ্য ব্লাফ’ নামের একটি ছবিতে কাজ করছেন। সিটাডেল সিরিজের দ্বিতীয় সিজনেও তিনি আছেন। অন্যদিকে, এসএস রাজামৌলি এবং দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে একটি বড় প্রজেক্টে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন – কেদারনাথ মন্দির ভ্রমণে সারা আলি খান, বেড়াতে গিয়ে কি কি করলেন সেখানে?
আরও পড়ুন – দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ অভিনেত্রীর ১০টি নজরকাড়া লুক


