৩৮ বলে ১০১ রান। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলের ইতিহাসে নজির গড়লেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। সোমবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি হাঁকালেন বিহারের এই তরুণ ব্যাটার।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক করার রেকর্ড আগেই ছিল বৈভবের দখলে। এবার তার সঙ্গে যোগ হল আরও এক কীর্তি। গুজরাটের ২০৯ রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ঝড় তুললেন সূর্যবংশী । মারলেল ৭ টি চার আর ১১ টি ছক্কা। মাত্র ৩৫ বলেই শতরান করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসাবে নাম লেখালেন।
সামগ্রিকভাবে ক্রিকেটের পাতায় দ্রুততম শতরান হিসাবে ক্রিস গেইলের রেকর্ড থাকলেও, সোমবার আইপিএলের ২২ গজে বৈভব যে মরুঝড় তুললেন তা সে ইতিহাসকেও হার মানায়। ২০১৩ সালে ক্রিস গেইল ৩০ বলে শতরান করেছিলেন।
গুজরাটের বিরুদ্ধে সোমবারের ম্যাচে দাপটের সঙ্গে ব্যাটিং শুরু করে বৈভব। দাঁড়িয়ে দাঁড়িয়ে গুজরাটের বোলারদের গ্যালারি দেখালেন। রীতিমত ছেলেখেলা করলেন গুজরাটের অভিজ্ঞ বোলারদের নিয়ে। যশস্বী জসওয়াল অপর প্রান্তে দাঁড়িয়ে চাক্ষুষ করছিলেন ১৪ বছরের এই ‘বালকের’ অসাধারণ ব্যাটিং।

যশস্বী-বৈভবের প্রথম উইকেটের জুটিতে রাজস্থান ১১.৫ ওভারে ১৬৬ রানে পৌঁছোয়। যশস্বী ৪০ বলে ৭০ রান করে নট আউট থাকেন।
আইপিএলের চলতি মরশুমে এর আগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর প্রথম ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছিলেন বৈভব। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়। ম্যাচের পরে আবেগে ভেঙে পড়েছিল এই কিশোর। তবে দ্বিতীয় ম্যাচে সেই বৈভবই আবেগে ভাসালেন সমগ্র ক্রিকেট দুনিয়াকে। তাঁর ব্যাটিংয়ের পরিণত মানসিকতা চিরস্থায়ী ছাপ রেখে গেল।
২০২৫ সালের আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় বৈভবকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। নাগপুরের হাই-পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণের সময় থেকেই নজর কেড়েছিল ‘ক্ষুদে’ এই ব্যাটার। বিহারের সমস্তিপুরের এক কৃষক পরিবার থেকে অক্লান্ত পরিশ্রম করে উঠে আসা বৈভব তার জাত চেনালেন।
তবে শুরুটা ঠিক এখানে হয়নি। মাত্র ১৩ বছর বয়সে এক বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে সাড়া ফেলেছিলেন বৈভব। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এটাই ছিল কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্রুততম শতরান। এরপর সঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হয়ে করেছিলেন ১৭৬ রান। বিহারের রণধীর ভার্মা অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা টুর্নামেন্টে ৩৩২ রানের একটি অপরাজিত ইনিংসও রয়েছে সূর্যবংশীর।
উল্লেখযোগ্য বিষয় হল, ১৪ বছরের বৈভবের হাত ধরেই রাজস্থান প্লে-অফের লড়াইয়ে টিকে থাকলো। গুজরাটের বিরুদ্ধে আজ জয় হাসিল করা ছিল অত্যন্ত গুরুত্বপুর্ণ। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এল।