প্লে-অফের লড়াইয়ে শেষমেষ টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স (KKR)। আজ মঙ্গলবার ২৯ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে (DC) ১৪ রানে হারাল অজিঙ্ক রাহানের দল। একটু হলেও চাপ কমল কলকাতার। আজ হারলে কেকেআরকে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হত।
বেঁচে থাকার লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে কেকেআর ভালই লড়াই করলো। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে কেকেআর করল ২০৪ রান। কেকেআর এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল।
কলকাতার হয়ে সবচেয়ে বেশি রান করেন অংকৃষ রঘুবংশী। ৩২ বলে ৪৪ রান করে চামিরাকে তুলে মারতে গিয়ে আউট হন তিনি।
রিংকু সিং বড়সড় রান করতে না পারলেও ঝোড়ো ইনিংস খেললেন। ২৫ বলে ৩৬ রান করে নিগমের বলে আউট হলেন। সুনীল নারাইন আজ ব্যাটে আগুন ঝরাতে পারেননি, তবে ১৬ বলে ২৭ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। রহমানউল্লাহ আর নারাইনের জুটি মিলে দলকে ৪৮ রান উপহার দিলেন। রাসেল করলেন ৯ বলে ১৭ রান।
২০৪ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে দিল্লির ইনিংস ১৯০ রানেই শেষ হয়ে গেল। ডু’প্লেসি, অক্ষর প্যাটেল, ভিপরাজ নিগম যথাসাধ্য চেষ্টা করলেন। কিন্তু ম্যাচ রক্ষা করতে পারলেন না। ডু’প্লেসি পুরনো ছন্দে ফিরলেন। ৬২ রানের লম্বা ইনিংস খেললেন তিনি। মারলেন শটের পর শট। ৭ টি চার আর ২ টি ছক্কায় গ্যালারির দর্শকদের মনোরঞ্জন দিলেন।

তবে ভালো খেললেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তাঁর ৪৩ রানে ছিল ৪ টি চার আর ৩ টি ছক্কা। বাঁ হাতের আঙ্গুলে চট নিয়ে সমান তালে খেলে গেলেন। এটাই ক্যাপ্টেন্সি। ২২ গজে অনেকক্ষণ টিকে থেকে দলকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ অবধি পারলেন না।
সুনীল নারাইনই দিল্লির ব্যাটিংয়ে ধস নামালেন। তাঁর দু-ওভার পুরো ছবিটা বদলে দিল। দিল্লির ১৩৬ রানের মাথায় প্রথমে অক্ষরকে ও ১৩৮ রানের মাথায় স্টাবসকে এক ওভারেই ফেরোত পাঠালেন তিনি। পরের ওভারে আবার ডু’প্লেসিকে অর্ধশতরান করার পরেই প্যাভিলিয়ন দেখালেন। দশ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে কার্যত শেষ হয়ে গেল দিল্লির ইনিংস। ১৮ তম ওভারে বরুণ চক্রবর্তী দিল্লির শেষ ভরসা আশুতোষ শর্মাকে আউট করে শেষ পেরেকটি গেঁথে দিলেন। সব মিলিয়ে সুনীল নারাইন প্রমাণ করলেন তিনি আছেন। কেকেআরের প্লে-অফে টিকে থাকার সম্ভাবনা একরকম তিনিই নিশ্চিত করলেন।
আজকের ম্যাচের পর IPL 2025 Point Table যা দাঁড়াল – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) পয়েন্ট তালিকার শীর্ষে থাকলো। মুম্বই ইন্ডিয়ানস (MI) রইলো দ্বিতীয় স্থানে। গুজরাট টাইটানস (GT) তৃতীয় এবং দিল্লি ক্যাপিটালস (DC) আজকের খেলার পর চতুর্থ স্থানে থাকলো। কলকাতা নাইট রাইডার্স (KKR) দিল্লিকে হারিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে এল। শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে কলকাতাকে বাকি পাঁচটি ম্যাচের সব ক’টিতেই জিততে হবে।