Ahmedabad Plane Crash: টেক অফ করার মাত্র কিছু সময়ের মধ্যেই গুজরাটের আমেদাবাদ ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানবন্দরের একেবারে কাছেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। খবর অনুযায়ী, ১২ জুন, বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আমেদাবাদের মেঘানিনগর এলাকায় হঠাৎ ভেঙে পড়ে। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। বিমানে প্রায় ২০০ জনেরও বেশি যাত্রী ছিলেন ছিলেন বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। ক্র্যাশ হওয়ার সময় আগুন ধরে যায় বিমানে। এলাকার যে বাড়িগুলোর ওপর আছড়ে পড়েছে বিমানটি, সেখানেও ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি।
বোয়িং ড্রিমলাইনার এআই ১৭১ নামের এয়ার ইন্ডিয়ার এই বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড়ে যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে।
দুপুর ১টা ৩৭ মিনিটে বিমানটি টেকঅফ করেছিল। টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই প্রায় ৬০০ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে বিমানটি। একটি জনবসতিপূর্ণ এলাকায় বিরাট বিস্ফোরণ করে ভেঙে পড়ার ফলে সেখানেও দাউ দাউ করে আগুন লেগে যায়। বিমানে ২জন পাইলট এবং ১০জন কেবিন ক্রু ছিলেন। খবর পাওয়া যাচ্ছে, এই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন।
ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকল পৌঁছেছে। আহতদের উদ্ধারকার্য শুরু হয়েছে। এই ঘটনার পর বিমানবন্দরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমান ওঠানামা।
তথ্য সূত্র: সংবাদমাধ্যম