বিড়াল কেন কংক্রিটের স্ল্যাব পছন্দ করে
বিড়ালের অনেক রকমের স্বভাব। প্লাস্টিকের ব্যাগ চাটা থেকে শুরু করে মালিকের গা ঘেঁষা পর্যন্ত তার নানান ধরনের অদ্ভুত অভ্যাস। এই ছোট্ট, নরম তুলতুলে পোষ্যকে নিয়ে তাই চর্চার শেষ নেই। ঘরে বাইরে এদের আজব কাজকর্ম হামেশাই নেটপাড়ায় ভাইরাল হয়। বিড়াল মানেই তাই কৌতূহল। এমনকি, বিজ্ঞানের জগতেও বিড়ালকে নিয়ে বিস্তর গবেষণা হয়েছে বা হচ্ছে।
বিড়াল কংক্রিটের স্ল্যাব পছন্দ করে। পছন্দের থেকে বড় কথা কংক্রিটের প্রতি এদের আসক্তি। অন্য অনেক মজার স্বভাবের মধ্যে এটি একটি অন্যতম স্বভাব। পথে ঘাটে কিম্বা বাড়ির পোষ্যকে একবার ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে, এরা ঘুরে ফিরে সেই কংক্রিটের দেওয়াল বা ব্লকের উপরে শুয়ে-বসে আছে। বাড়ির চারধারে উঁচু কোনো পাঁচিলের ওপর এরা বিশ্রাম নিতে পছন্দ করে। এই অদ্ভুত প্রবণতা কিন্তু বিজ্ঞানীরাও লক্ষ্য করেছেন। তারা বিড়ালের এই স্বভাবের পিছনে থাকা সম্ভাব্য কারণগুলি ব্যাখ্যাও করেছেন।
বিড়াল কেন কংক্রিটের স্ল্যাব পছন্দ করে? বৈজ্ঞানিক ব্যাখ্যা
বলা বাহুল্য, বিড়াল কেন কংক্রিটের স্ল্যাব পছন্দ করে এবং কেনইবা তারা স্ল্যাবের ওপর শুয়ে থাকতে, আঁচড় কাটতে বা গড়াগড়ি খেতে ভালোবাসে তা নিয়ে সরাসরি কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই। তবে বিশেষজ্ঞরা তাদের স্বভাবগুলি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে এই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তুলে ধরেছেন।
সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার অধ্যাপক জোনাথন লোসোসের মতে, ‘বিড়ালরা খসখসে এবং রুক্ষ জায়গা পছন্দ করে’। এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তাঁর মতে, কংক্রিটের খসখসে গঠন বিড়ালদের গা ঘষে পরিস্কার করতে সাহায্য করে। তাদের শরীরে এমন কিছু জায়গা আছে, যেখানে তাদের পা পৌছায় না। তখন তারা এই উপায় অবলম্বন করে। শুধু বিড়াল কেন, অন্যান্য অনেক প্রাণীরা তাদের পা কিম্বা লেজ দিয়েই শরীরের বিভিন্ন জায়গা পরিস্কার করে।
আরও পড়ুন – Avatar 3 Trailer: মুক্তি পেল ‘অবতার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির ট্রেলার, কোথায় এবং কিভাবে এটি দেখবেন?
লোসোস এর মতে, বিড়ালের এমন স্বভাবের পিছনে আরও একটি কারণ দায়ী। তিনি বলছেন, বিড়ালের মুখ ও শরীরের চারপাশে বিশেষ সুগন্ধি গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলি থেকে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়। যাকে বলা হয় ফেরোমোন। এই ফেরোমোন বিড়ালকে তার এলাকা চিহ্নিত করতে এবং আশেপাশের অন্য বিড়ালদের কাছে প্রয়োজনীয় বার্তা পাঠাতে সাহায্য করে। যে পরিবেশে তার বসবাস করে সেখানে তারা এই রাসায়নিক পদার্থ ছড়িয়ে রাখে। সেটা কিভাবে? বিড়াল যখন কোনো জিনিসের কাছে গিয়ে তাদের গা ঘষে, তখন এই গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে এবং ফেরোমোন নিঃসরণ করে। তখন কংক্রিট বা অন্য কোনো খসখসে বস্তুতে সেই ঘ্রাণ ছড়িয়ে পড়ে।
২০২১ সালের একটি গবেষণায় দেখা যায়, বিড়াল একটি দ্বি-মাত্রিক বর্গক্ষেত্রের মত ইল্যুশন বা মায়ার মধ্যে বিশ্রাম করতে পছন্দ করে। সহজ করে বললে, চারকোনা ব্লক বা বাউন্ডারি বেষ্টিত কোনো জায়গা তাদের বেশ পছন্দের। অধ্যাপক লোসোস এখানে বলেছেন, কংক্রিটের স্ল্যাব সাধারণত বর্গাকার বা আয়তকার হওয়ায়, বিড়াল তার সেই স্বভাবের বশে সেখানে গিয়ে বসে পড়ে। তার মতে, কংক্রিটের প্রতি বিড়ালের এই আকর্ষণ অবাক করার মতন এবং এই নিয়ে আরও গবেষণার সুযোগ রয়েছে।
তবে যাই হোক, আমাদের ঘরের এই পোষ্যকে তার স্বভাবসিদ্ধ কেতাবি ঢঙ্গে বাড়ির আশেপাশে শুয়েবসে থাকতে দেখলে কিন্তু ভালোই লাগে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স