বাস্তুশাস্ত্র অনুযায়ী মানিপ্লান্ট ঘরের কোথায় রাখা উচিৎ এবং কোথায় নয়, মানি প্লান্ট লাগানোর নিয়ম কি? কোন দিকে এই লতানো গাছ রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধির প্রবেশ ঘটে। শাস্ত্রমতে জেনে নিন বেশ কয়েকটি প্রয়োজনীয় নিয়মকানুন।
অনেকেই ঘরে গাছপালা লাগান ঘরের শোভা বৃদ্ধি করার জন্য। তবে ঘরের মধ্যে গাছ লাগানো কেবলমাত্র সৌন্দর্য্য বৃদ্ধি নয়। বাস্তুশাস্ত্র বলছে, ঘরে ঠিকঠাক নিয়ম মেনে গাছ রাখতে পারলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে।
অনেকেই বাড়িতে ধান গাছ, তুলসী গাছ, সুপুরি গাছ, কলাগাছ প্রভৃতি লাগানো শুভ বলে মনে করেন। তবে এইসব গাছগুলির মধ্যে অন্যতম হল মানিপ্লান্ট গাছ।
মানিপ্লান্ট শুধু বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধি করে না। এর সঙ্গে জড়িয়ে আছে সম্পদ আর সৌভাগ্যের ফল। তবে যত্রতত্র রাখলে উপকারের বদলে ঘটতে পারে বিপত্তি।
মানি প্লান্ট লাগানোর নিয়ম নিয়ে কি বলছে বাস্তুশাস্ত্র?

মানিপ্লান্ট ঘরের ঠিক কোথায় রাখা উচিত, সেটা জানা যেমন জরুরি, ঠিক তেমনই ভুল দিকে রাখলে উল্টে হতে পারে ক্ষতি। তাই ঘরে মানিপ্ল্যান্ট রাখলে তা যত্নসহকারে এবং একটি নির্দিষ্ট দিকে রাখা উচিত। বিশ্বাস, এই লতানো গাছের সঠিক স্থাপনে ঘরে সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটে।
বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির উত্তর-পূর্ব কোণে মানিপ্লান্ট রাখা একেবারেই ঠিক না। কারণ এই দিকটি বৃহস্পতি প্রতিনিধিত্ব করে। আবার শুক্র ও বৃহস্পতি পরস্পর-বিরোধী গ্রহ। ফলে মানিপ্লান্ট উত্তর-পূর্ব কোণে রাখলে ঘরে নেতিবাচক শক্তির আগমন ঘটে। তাই এই ভুল থেকে সাবধান হওয়া বিশেষ প্রয়োজন।
পাশাপাশি, ঘরের পূর্ব ও পশ্চিম কোণেও মানিপ্ল্যান্ট রাখার পরামর্শ দেন না বাস্তু বিশেষজ্ঞরা। এতে মনঃসংযোগের ঘাটতি হতে পারে। বাড়তে পারে মানসিক অস্থিরতা।
তবে তাহলে মানি প্লান্ট লাগানোর নিয়ম কি? কোন স্থানে মানিপ্লান্ট রাখলে লক্ষীলাভ নিশ্চিত? বাস্তুশাস্ত্র মতে, এই গাছ সবসময় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখা উচিত। এ দিকটিকে বলা হয় অগ্নিকোণ। এই দিকটি শুক্র গ্রহ এবং শ্রীগণেশ দ্বারা পরিচালিত হয় বলেই মনে করা হয়। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের এই কোণে মানিপ্ল্যান্ট রাখলে সংসারের আর্থিক উন্নতি ঘটে। এর ফলে সংসারে আসে স্থিতি, বাড়ে সঞ্চয় ও সৌভাগ্য।
মানিপ্লান্ট গাছের বৃদ্ধি দ্রুত হয়। ফলে অনেক সময় লতানো গাছের বেল নিচের দিকে ঝুলে পড়ে। মাটিতে গিয়ে ঠেকে। বাস্তুশাস্ত্র মতে, এটি কিন্তু অশুভ।
এই বিশেষ লতানো গাছ মাটিতে স্পর্শ করলে গৃহস্থের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। তাই এর ডালপালা নিচে ঝুলে পড়তে দেখলেই দড়ি বা লাঠির সাহায্যে গাছটি ওপরের দিকে উঠিয়ে রাখা বাঞ্ছনীয়। এছাড়া, বাড়ির বাইরেও মানিপ্ল্যান্ট রাখার পরামর্শ দেন না বিশেষজ্ঞরা।
উপরন্তু, মানি প্লান্ট লাগানোর নিয়ম বলছে এই গাছ শুকিয়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। বাস্তুশাস্ত্র বলছে, শুকনো মানিপ্লান্ট গৃহে আর্থিক মন্দার ইঙ্গিত দেয়।
তাই গাছটি সব সময় সতেজ রাখা জরুরি। প্রয়োজনে সপ্তাহে একদিন অন্তত জল দিন। ঘরে নিয়ে আসলে গাছের প্রতি যত্ন নিন। তবে এই গাছে রবিবার জল না দেওয়াই ভালো বলে বিশ্বাস করেন অনেকে।
FAQ: মানি প্লান্ট লাগানোর নিয়ম সংক্রান্ত কিছু প্রশ্নের সহজ উত্তর:
প্রশ্ন ১: বাস্তুশাস্ত্র মতে মানিপ্লান্ট কোথায় রাখা উচিত?
উত্তর: বাস্তুশাস্ত্র মতে, মানিপ্লান্ট ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখা উচিত। এই দিকটিকে অর্থ ও সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করা হয়।
প্রশ্ন ২: মানিপ্লান্ট ঘরের কোন দিক রাখা একদমই উচিত নয়?
উত্তর: বাড়ির উত্তর-পূর্ব এবং পূর্ব ও পশ্চিম দিকগুলোতে মানিপ্ল্যান্ট গাছ রাখা উচিৎ নয়। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে।
প্রশ্ন ৩: মাটিতে মানিপ্লান্ট ছুঁয়ে ফেললে কি হয়?
উত্তর: এই লতানো গাছ মাটিতে স্পর্শ করলে গৃহে অর্থনৈতিক সমস্যার সম্ভাবনা বাড়ে। তাই সবসময় উল্লম্বভাবে দড়ি বা লাঠি দিয়ে গাছটিকে উপরের দিকে তুলে রাখা উচিত।
ডিসক্লেইমার: উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কিছু বিষয় নয়। কোন সমস্যা কিছু হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোন কিছুর জন্য CBulletin.com দায়ি থাকবে না।