Weather Update: মে মাসের ২৪ তারিখ আগাম বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। তারপর থেকেই আর তেমন গতি পায়নি দক্ষিন পশ্চিম মৌসুমী বায়ু। ফলে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের আগে বর্ষা ঢোকার সম্ভাবনা একরকম নেই বললেই চলে। তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশ বেশি। আর তার জেরেই ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গ। তবে চলতি সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা মোটের উপর শুকনোই থাকবে। তবে রাতের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। এই দুই দিন কলকাতা, হাওড়া, হুগলী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া থাকবে মোটামুটি শুষ্ক। মঙ্গলবার দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। সোম ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তবে আগামী বুধবার থেকে ঝড়বৃষ্টির পরিমান এবং সম্ভাবনা বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে একেবারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি জারি থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাষ অনুযায়ী, আগামী বুধবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে। কলকাতা, ঝাড়গ্রাম, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারও বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা বাতাস বইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। শনি এবং রবিবারের জন্য কোনো সতর্কতা আবহাওয়ার রিপোর্টে বলা হয়নি।
আরও পড়ুন –
Extrasolar Planet News: ছোট্ট একটি নক্ষত্রকে ঘিরে চক্কর কাটছে দৈত্যাকার গ্রহ, অবাক বিজ্ঞানীরা
দক্ষিনবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়লেও এখনই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাষ নেই।বর্ষার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই পেতে চাইছে দক্ষিনবঙ্গ।
উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে। বাকি জেলাগুলোতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনি এবং রবিবার হাওয়া অফিসের পক্ষ থেকে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।