Titans vs Royals: অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না শুভমন গিল। ৫০ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাহিশ থিকসানার বলে আউট হলেন।
রাজস্থানের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরুটা দারুন করেছিল গুজরাট। সাই সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে গুজরাটের জন্য শক্ত ভিত গড়ে দিলেন গুজরাট টাইটানসের ক্যাপ্টেন। সুদর্শন যখন ৩৯ রান করে থিকসানার বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ন ফেরত গেলেন গুজরাট তখন ৯৭।
জস বাটলার জাত দেখালেন। তাঁর দিকে আজ নজর ছিল গোটা ক্রিকেটমহলের। একসময় বাটলার রাজস্থানের হয়ে খেলেছিলেন। তাঁকে ছেড়ে দেওযার পর রাজস্থানের ব্যাটিং লাইন আপে দুর্বলতা বেশ পরিষ্কার দেখা যাছে। ফর্মে থাকা বাটলার চেয়েছিলেন পুরনো দলের বিরুদ্ধে বড় ইনিংস খেলতে। খেললেনও। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন তিনি।

রাজস্থানের বোলারদের যখন বলে বলে গ্যালারি দেখাচ্ছিলেন, কিছু বলতে চাইছিলেন তিনি। ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। বিগত ম্যাচ গুলিতে গুজরাতের হয়ে বেশ ভালো পারফর্ম্যান্স করেছেন জস বাটলার।
এছাড়া, গুজরাটের হয়ে ওয়াশিংটন সুন্দর ১৩ রান এবং রাহুল তেওয়াটিয়া ৯ রান করেন। শাহরুখ খান ৫ রান করে অপরাজিত থাকেন।
শেষমেষ, ২০ ওভার খেলে রাজস্থান রয়্যালসকে ২১০ রানের লক্ষ্যমাত্রা দিল গুজরাট।
রাজস্থানের হয়ে মাহিস থিকসানা ৩৫ রান দিয়ে দুই উইকেট নেন। এছাড়া, জোফরা আর্চার ও সন্দীপ শর্মা একটি করে উইকেট পান।
এর আগে চলতি মরসুমের ২৩ তম ম্যাচে আমেদাবাদে গত ৯ই এপ্রিল রাজস্থানকে ২১৮ রানের টার্গেট দিয়েছিল গুজরাট। সেদিন অবশ্য ১৫৯ রান করেই শেষ হয়ে গেছিল রাজস্থানের ইনিংস। আজ কি হয় সেটাই দেখার।