Amarnath Yatra 2025: এই বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩ জুলাই থেকে। চলবে ৯ অগাস্ট পর্যন্ত। সেই হিসাবে বাংলা বর্ষপঞ্জি (১৪৩২) অনুসারে অমরনাথ যাত্রা শুরু ১৮ই আষাঢ় এবং শেষ হবে শ্রাবণ মাসের ২৩ তারিখে। প্রতিবারের মতো এবারও অমরনাথ যাত্রায় বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন হবে বলে আশা করা হচ্ছে।
৩৮ দিন ব্যাপি এই অমরনাথ যাত্রার জন্য নাম নিবন্ধনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত ১৪ এপ্রিল ২০২৫ থেকে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অনলাইন ও অফলাইন, দু’ভাবেই পুণ্যার্থীরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেনা। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই বরফে ঢাকা শিবলিঙ্গ গুহা দর্শনের জন্য প্রতি বছর অসংখ্য ভক্তের ঢল নামে।
অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। পাশাপাশি, স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট ছাড়া এই অনুমতি মিলবে না। এছাড়া, বয়স ও শারীরিক সক্ষমতার ওপর ভিত্তি করেই অনুমোদন দেওয়া হয়। পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে প্রতিদিন সর্বোচ্চ ১৫,০০০ জন যাত্রীকে অমরনাথ যাত্রার জন্য সুযোগ দেওয়া হবে। এর মধ্যে ৭,৫০০ জন পহেলগাঁও রুট এবং ৭,৫০০ জন বালটাল রুট ধরে অমরনাথ পৌঁছতে পারবেন।
Amarnath Yatra 2025 Registration: রেজিস্ট্রেশন করবেন কিভাবে?
তীর্থযাত্রীরা শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের (JKSASB.nic.in )মাধ্যমে নিজেদের নাম সরাসরি নথিভুক্ত করতে পারবেন। বোর্ডের পোর্টালে ঢুকে ‘Online Services’ বিভাগে গিয়ে ‘Yatra Permit Registration’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর নিজের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর, সফরের তারিখ ইত্যাদি তথ্য দিতে হবে। আপলোড করতে হবে নিজের পাসপোর্ট সাইজ ফটো ও হেলথ সার্টিফিকেটের স্ক্যান কপি। এছাড়া, মোবাইলে পাওয়া OTP দিয়ে যাচাই প্রক্রিয়া শেষ করে ২২০ টাকা জমা করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তারপর ডাউনলোড করা যাবে যাত্রার পারমিট।
অমরনাথ যাত্রার অফলাইন আবেদন ও পারমিটের জন্য দেশজুড়ে ৫৪০টিরও বেশি ব্যাঙ্ক শাখায় মিলছে পরিষেবা। এসব ব্যাঙ্ক শাখায় প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।
সবশেষে মনে রাখা দরকার যে প্রতিবছর অমরনাথ যাত্রা হয় প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েই। উচ্চতাজনিত শ্বাসকষ্ট, তুষারঝড়, কিংবা হঠাৎ আবহাওয়া বদলের মতো ঝুঁকি থাকে। এছাড়া, নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে পহেলগাঁও জঙ্গি হামলার পর নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্বপুর্ণ। তাই যাত্রীদের সুস্থতা যাচাই করে তবেই দেওয়া হয় অনুমতি।
প্রসঙ্গত, ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা অমরনাথ গুহা হিন্দু ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ এই তীর্থযাত্রায় অংশ নেন। এবছর সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে বোর্ড।