Saiyaara Movie: Ahaan Panday and Aneet Padda
গত শুক্রবার মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মস-এর রোমান্টিক মিউজিক্যাল ড্রামা সাইয়ারা। মোহিত সুরি পরিচালিত এই মুভি মুক্তির আগে থেকেই চর্চার শিরোনামে ছিল। তার নেপথ্যে ছিল এই ছবির গান, ট্রেলার, আর দুটি নতুন মুখ- আহান পান্ডে আর অনীত পাড্ডা। নতুন এই জুটির ওন স্ক্রিন রোম্যান্স ট্রেইলারেই নজর কেড়েছিল। মুক্তির পর তো বটেই। বিশেষ করে অনীত পাড্ডার সংযোজন ছিল এই মুভির সাফল্যের তুরুপের তাস।
Saiyaara Movie: আহান পান্ডে

এই নতুন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে আহান পান্ডেকে চিনতে খুব একটা কষ্ট করতে হয় না। আহানের বাবা চিক্কি পান্ডে হলেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই। সেই হিসেবে আহান হল চাঙ্কি পান্ডের ভাইপো এবং অনন্যা পান্ডের ভাই। অন্যদিকে, অনীত পাড্ডা বলিউড জগতে একেবারেই আনকোরা। পারিবারিক সুত্রে অনীতের কেউ কস্মিনকালেও বলিউডে কাজ করেননি। তাই সাইয়ারা ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে আলাদা কৌতূহল।
আহানের বাবা চিক্কি পান্ডে হলেন পেশায় একজন ব্যবসায়ী। মা ডিন পান্ডে একজন ফিটনেস কোচ এবং লেখক।এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুসারে মুম্বাইয়ের ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুলে আহান পান্ডের স্কুলজীবন কেটেছে। পরে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা, সিনেমাটিক আর্টস, টেলিভিশন প্রোডাকশন এবং ফিল্ম নিয়ে পড়াশুনা করেছেন। সাইয়ারা’য় মুখ্য চরিত্রে অভিনয়ের আগে তাঁকে সহ-পরিচালক হিসেবে দেখা গিয়েছিল রক অন ২, দ্য রেলওয়ে ম্যান এবং মারদানি ২-এর মতো সিনেমায়।
Saiyaara Movie: অনীত পাড্ডা

তবে সাইয়ারা মুভিতে যিনি একেবারেই আনকোরা, তিনি হলেন অনীত পাড্ডা। ২০০২ সালের অক্টোবরে অমৃতসরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম অনীতের। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে এক সাধারণ পরিবেশে। হিন্দুস্থান টাইমসের তথ্য অনুযায়ী, টিনএজ বয়সেই অনীত মডেলিংয়ের জগতে পা রাখেন। প্রথমে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে শুরু হয় তাঁর পথচলা। ধীরে ধীরে ফটোশুট ও আরও কিছু কাজের অফার আসতে থাকে। মডেলিংয়ের পাশাপাশি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনাও চালিয়ে যান।
আরও পড়ুন – ‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ হিসেবে পেয়েছে তকমা, তার আঁকা ছবিতে এককথায় মুগ্ধ গোটা সমাজমাধ্যম
অনীতার বড়পর্দায় আসার প্রথম সুযোগ হয় ২০২২ সালে- কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ছবিতে। যদিওবা সেখানে তিনি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০২৪ সালে তিনি আলোচনায় আসেন অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েবসিরিজ ‘বিগ গার্লস ডোন’ট ক্রাই’-এর মাধ্যমে। যেখানে অনীত পূজা ভাট, রাইমা সেন ও জোয়া হুসেনের সঙ্গে রুহি আহুজার চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।
অভিনয়ের সঙ্গে সঙ্গীতেও তিনি পারদর্শী। ২০২৪ সালে তার কণ্ঠে গাওয়া প্রথম গান ‘মাসুম’ প্রকাশ পায়। ওই একই বছর একটি টিভি শো-তেও তাঁকে দেখা গিয়েছিল।
তবে সাইয়ারা সব হিসেব বদলে দিল। কোন তারকা মুখ না থাকা সত্ত্বেও এই ছবির সাফল্য বলিউডে বোধহয় নতুন ইতিহাস লিখল। অন স্ক্রিনে আহান-অনীতের প্রেমের গল্প রোমান্টিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করল। তার সঙ্গে প্রথম তিন দিনেই করে ফেলল ৮৩ কোটির ব্যবসা।