প্লাস্টিক ব্যবহার নিয়ে সরব গোটা বিশ্ব। এখন সেই প্লাস্টিক থেকে প্যারাসিটামল তৈরি করে সাড়া ফেলে দিলেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্টরা। ই-কোলাই নামক এক ব্যকটিরিয়ার সাহায্যে এই যুগান্তকারী আবিষ্কার সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
জ্বর এবং ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খুবই পরিচিত একটি ওষুধ। এটি মূলত অ্যাসিটোমিনোফেন নামক একধরনের বিশেষ রাসায়নিক যৌগ, যা শরীরে ব্যথা কমানোর (অ্যানালজেসিক) সঙ্গে শরীরের তাপমাত্রা কমাতেও (অ্যান্টিপাইরেটিক) সাহায্য করে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে ই কোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে প্লাস্টিক বর্জ্যকে জৈবিক উপাদানে পরিবর্তন করেছেন। কিভাবে?
গবেষকরা জানাচ্ছেন তাঁরা প্লাস্টিক থেকে প্যারাসিটামল তৈরির পরীক্ষায় পলিথিলিন টেরেফথালেট (PET) নামের এক বিশেষ যৌগ ব্যবহার করে সাফল্য পেয়েছেন। পলিথিলিন টেরেফথালেট খাবারের প্যাকেট এবং বোতলে ব্যবহৃত একটি বিশেষ ধরনের প্লাস্টিক যৌগ। এই পদার্থটিকে প্রথমে রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে নতুন একটি উপাদানে রূপান্তরিত করা হয়। এরপর, ই কোলাই ব্যাকটেরিয়ার একটি ক্ষতিকারক স্ট্রেন দিয়ে এই উপাদানকে ইনকিউবেট করে ‘পাবা’ নামের আর একটি পদার্থে রূপান্তরিত করা হয়। তারপরের ধাপে গবেষকরা ই কোলাইকে আরও জিনগতভাবে পরিবর্তন করে ‘পাবা’-কে প্যারাসিটামলে রূপান্তর করেন। এ ক্ষেত্রে ই কোলাইয়ের জিনগত পরিবর্তনের জন্য দু’টি জিনের সন্নিবেশ ঘটানো হয়- একটি মাশরুম থেকে এবং অন্যটি মাটিতে বসবাসকারী ব্যাকটিরিয়া থেকে।
মহাকাশ নিয়ে পড়ুন –
International Space Station: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুভাংশু শুক্লা, আবেগে ভাসছে গোটা ভারতবর্ষ
বিজ্ঞানীরা পলিথিলিন টেরেফথালেট (PET) প্লাস্টিক যৌগের অণুকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অ্যাসিটোমিনোফেনে বা প্যারাসিটামলে রূপান্তরিত করতে পেরেছেন। প্রযুক্তির সাহায্যে রসায়নকে জীববিদ্যায় ব্যবহারের মাধ্যমে এই আবিষ্কার সত্যিই অভিনব। বিজ্ঞানীরা বলছেন, এই প্রথম তারা ‘লোসেন পুনর্বিন্যাস’ নামক এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার কথা জানতে পেরেছেন। যার ফলে এই আবিষ্কার সম্ভব হয়েছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অধ্যাপক স্টিফেন ওয়ালেস জানাচ্ছেন, ‘এই প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো রসায়ন এবং জীববিজ্ঞানকে একত্রিত করে প্যারাসিটামল তৈরি করা সম্ভব হয়েছে। পাশাপাশি, প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পরিবেশকেও সুরক্ষিত করা যাবে।’
প্রযুক্তি নিয়ে পড়ুন –
Reon Pocket 5: এখন থেকে শার্টের কলারে থাকবে AC, গরম থেকে ‘পার্মানেন্ট’ মুক্তি দিল SONY
নেচার কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রে তাজ্জব গোটা বিশ্ব। যে প্লাস্টিক বর্জ্য এতদিন মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, এই আবিষ্কারে পর সেই প্লাস্টিক বোতল আর ব্যাগের বর্জ্য চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা যাচ্ছে। তবে এই পদ্ধতিতে বাণিজ্যিক পর্যায়ে প্লাস্টিক থেকে প্যারাসিটামল উৎপাদন করার আগে আরও গবেষণার প্রয়োজন বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
তথ্যসুত্রঃ দ্য গার্ডিয়ান