রহস্যে ঘেরা কৈলাস পর্বত: চূড়ায় পা রাখতে পারেন নি এখনো কেউ, কারণ কি?
কৈলাশ পর্বতের পাদদেশে আছে রাক্ষসতল হ্রদ ও মানস সরোবর

তিব্বতের পশ্চিম প্রান্তে প্রায় ২২ হাজার ফুট উচ্চতা নিয়ে পিরামিডের মত অবস্থান করছে কৈলাস পর্বত। যে পর্বতকে নিয়ে রহস্যের কোন শেষ নেই। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই পর্বতে দেবতার বাস। তাঁরা মনে করেন কৈলাসে বসবাস করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আর দেবী পার্বতী। শিবপুরাণে ঠিক এমনটাই বলা হয়েছে। শুধু হিন্দু ধর্ম নয় বৌদ্ধ ও জৈন ধর্মের কাছেও এই পর্বত একটি পবিত্র স্থান।

কৈলাস পর্বতের পাদদেশে আছে রাক্ষসতল হ্রদ ও মানস সরোবর। কৈলাশ পর্বতের চারদিকে চারটি নদী আছে-সিন্ধু, শতদ্রু ,ব্রহ্মপুত্র ও করনালী। এই নদীগুলি থেকে আবার গঙ্গা-সরস্বতী সহ অনেক নদীর সৃষ্টি হয়েছে। কৈলাস পর্বতকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেক রহস্যে ঘেরা এই কৈলাস পর্বত নিয়ে নানা মতামত, ধ্যান-ধারনা প্রচলিত আছে মানুষের মধ্যে।

বহু পর্বতারোহী কৈলাশ পর্বত জয় করার চেষ্টা করলেও অবশেষে তাঁরা ব্যর্থ হয়েছেন। ৬.৬০০ মিটার উচ্চতার এই পর্বত মাউন্ট এভারেস্টের চেয়ে ছোট হলেও বাস্তবে কৈলাস জয় করা কারোর পক্ষেই সম্ভব হয়নি। রহস্যের কুয়াশায় আবৃত এই পর্বত। এই পর্বতকে ঘিরে এমন কিছু ঘটনা রয়েছে যা বিস্ময়ের উদ্রেক করে। একাদশ শতকে সর্বপ্রথম মিলারেপা নামক এক বৌদ্ধ ভিক্ষু কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছিলেন। তবে তিনি ফিরে এসে জানান কেউ যেন কোনোদিন কৈলাস পর্বতে আরোহন না করেন। কারণ কৈলাসে স্বয়ং মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন।

এই পর্বতে যারাই নাকি আরোহন করার চেষ্টা করেছেন, তাদেরই হঠাৎ করে বয়স বেড়ে যায়। শুধু তাই নয়, শরীরে বিভিন্ন বার্ধক্যের ছাপ ফুটে ওঠে। অস্বাভাবিকভাবে বাড়তে থাকে চুল ও নখ। এখনো পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন, তারাই নাকি অকাল বার্ধক্যের শিকার হয়েছেন। এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাশ পর্বতে আরোহনের চেষ্টা করেন, তাদের সাথেও একই ঘটনা ঘটে। বয়সের সাথে দ্বিগুন হারে নখ, চুল বাড়তে থাকে।

সনাতনীদের বিশ্বাস, এই পর্বতের বিভিন্ন অংশে বরফ ও পাথরের মেলবন্ধনে ওম, স্বস্তিক বিভিন্ন চিহ্ন দেখা যায়। শুধু তাই নয়, গুগল এর, তোলা একটি ছবিতে কৈলাস পর্বতের গায়ে মহাদেবের একটি অবয়ব স্পষ্ট ফুটে উঠেছে, যা মানুষের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও কৈলাস পর্বতকে সৃষ্টির প্রাক্-কেন্দ্র বলে মনে করেন। জৈন ধর্মের মানুষরাও কৈলাশকে দেবতার বাসভূমি বলে মনে করেন।

পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মাঝামাঝি জায়গায় হিমালয় অবস্থিত। বলা হয় হিমালয়েরই মূল কেন্দ্র হল কৈলাস পর্বত। বিজ্ঞানীরা কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলে চিহ্নিত করেছেন। কৈলাস পর্বত হল ১০০ টি ছোট পিরামিডের কেন্দ্র। কথিত আছে দিনের বিভিন্ন সময়ে কৈলাশ পর্বতের রং পরিবর্তিত হয়।

শোনা যায়, কৈলাশ পর্বতের কাছাকাছি গেলে অজানা এক শব্দ কানে আসে- যা শুনতে অনেকটা ‘ওম’ ধ্বনির মত লাগে। তাই কৈলাশ পর্বতের রহস্য আজ পর্যন্ত রহস্যই থেকে গেছে। এই রহস্য আজও মানুষের কাছে অধরা।
আরও পড়ুন
Aneet Padda’s Next Release সম্প্রতি আলোচনার শীর্ষে রয়েছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। একই সঙ্গে বলিউডে নতুন মুখদের মধ্যে অন্যতম আলোচিত মুখ অনীত পাড্ডা। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির বিপুল সাফল্যের…
Meteor Shower ঘন্টায় অন্তত ২৫টি করে উল্কাপাত। আর ঠিক সেই সময় চাঁদও ঢাকা পড়বে অন্ধকারে। ফলে আকাশ জুড়ে বিরাজ করবে শুধুই অন্ধকার আর বিন্দু বিন্দু নক্ষত্ররাশি। এই নিকষ অন্ধকারে উজ্জ্বল…
Avatar: Fire and Ash অবশেষে অনলাইনে মুক্তি পেল জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির রোমহর্ষক ট্রেলার। ডিজনির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ট্রেলার প্রকাশ করা…
What Happens After Death জন্ম এবং মৃত্যু হল জীবনের সবথেকে জটিল আর রহস্যময় অধ্যায়। বিজ্ঞানের যুগে এই রহস্যের উদঘাটন আজও সম্ভব হয়নি। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কি করে, পুনরায়…
Drinking Alcohol একমাস ধরে শুধু বিয়ার পান করে শেষে মারা গেলেন এক ব্যক্তি। কেবলমাত্র বিয়ার খেয়েই তিনি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তা হল না। হওয়ার কথাও নয়। অদ্ভুত এই…
Dev-Subhashree Dhumketu দীর্ঘ ৯ বছর পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। ২০১৬ থেকে ২০২৫। টলিউডের অন্যতম সেরা এই রোম্যান্টিক জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। প্রায় এক দশক…
বিড়াল কেন কংক্রিটের স্ল্যাব পছন্দ করে বিড়ালের অনেক রকমের স্বভাব। প্লাস্টিকের ব্যাগ চাটা থেকে শুরু করে মালিকের গা ঘেঁষা পর্যন্ত তার নানান ধরনের অদ্ভুত অভ্যাস। এই ছোট্ট, নরম তুলতুলে পোষ্যকে…
Avatar 3 Trailer প্রতীক্ষার অবসান। অবশেষে আজ মুক্তি পেল জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির অফিসিয়াল ট্রেলার। তবে এখানেও চমক আছে। বিষয় হল, এই ট্রেলার এখন চাইলেই আপনি মোবাইল…
Serial TRP List This Week সামনে এল এ সপ্তাহের বাংলা মেগা সিরিয়ালগুলির টিআরপি তালিকা। টিআরপি লিস্টে কোন সিরিয়াল এগোল আর কে পিছিয়ে গেল, সেই নিয়ে সপ্তাহভর থাকে অপেক্ষা। সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা…
সাইয়ারা ছবির সাফল্যের কারণ সম্প্রতি মুক্তি পেয়েছে এ বছরের অন্যতম হিট হিন্দি ছবি ‘সাইয়ারা’। বলিউডে রোমান্টিক ঘরানার ছবির ইতিহাসে ফের আলোড়ন তুলেছে এই ছবি। ছবি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহ যেতে…