IPL 2025 MI vs RR: শেষ ছ’টি ম্যাচে পরপর ছ’টিতেই জয়। আইপিএলের ৫০ তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে একরকম উড়েই গেল রাজস্থান রয়্যালস (RR)। তাও আবার ঘরের মাঠে। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এই লজ্জার হার রাজস্থানকে মোটামুটি এবারের মত ছিটকে ফেলে দিল প্লে-অফের ট্র্যাক থেকে। এর পর প্লে অফে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকলো না রিয়ান পরাগদের।
IPL 2025 MI vs RR: মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং
প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় তৈরি করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পুরো ২০ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে করে ২১৭ রান। মুম্বইয়ের ব্যাটারদের দেখে মনে হচ্ছিল সোয়াই মানসিংহের পিচে ব্যাটিং করা খুব সহজ।
রিয়ান রিকেলটন থেকে শুরু করে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পন্ড্যা- প্রত্যেকেই নিজের নিজের ভঙ্গিমায় দুর্ধর্ষ ইনিংস খেললেন। ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ও রিয়ান রিকেলটনের। হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদব দুজনেই অসাধারও ব্যাট করলেন। দুজনেরই ব্যাটিং পরিসংখ্যান ছিল একে অপরের প্রতিফলন। দুজনেই ২৩ টি করে বল খেললেন। দুজনেই করলেন ৪৮ করে রান। আবার দুজনেই নট-আউট থেকে গেলেন।
এদিন রাজস্থানের বোলিং একেবারেই দাঁড়াতে পারেনি মুম্বইয়ের সামনে। থিকসানা আর পরাগ মাত্র একটি করে উইকেট জোগাড় করতে পারলেন।
IPL 2025 MI vs RR: রাজস্থানের পরিসংখ্যান

দ্বিতীয় ইনিংসে ২১৮ রান তাড়া করতে নেমে রীতিমত হিমসিম খেল রাজস্থান। কোনরকমে ১১৭ রান করে মাঠ ছাড়লেন রাজস্থানের ব্যাটাররা। আউটের পর আউটের লাইন লাগিয়ে প্যাভিলিয়ন ফেরত গেলেন সবাই।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনিংসে গোটা মাঠের চোখ ছিল ১৪ বছর বয়সী বৈভবের সূর্যবংশীর ওপর। আগের ম্যাচেই গুজরাটকে দুরমুশ করে রেকর্ডের পর রেকর্ড গড়েছিল রাজস্থানের ‘ক্ষুদে’এই ব্যাটসম্যান। তবে এই ম্যাচে হল তার উলটপুরাণ। ফর্ম ধরে রাখতে পারলেন না বিহারের বৈভব। মাত্র ২ বল খেলে দীপক চাহারের বলে মিড-অনে ক্যাচ তুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলেন।
IPL 2025 MI vs RR: ব্যাটিং বিপর্যয়
বৃহস্পতিবারের ম্যাচে রাজস্থানের যশস্বী জয়সওয়াল আর এক ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে থাকলেন। ৬ বলে মাত্র ১৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে ফিরে গেলেন। বিপর্যয়ের পর বিপর্যয়! আর সেই সঙ্গে কপালও বলতে হয়! পঞ্চম ওভারে বুমরার বলে পরপর শিকার হলেন পরাগ আর হেটমায়ার। কি আর বাকি থাকলো? পাঁচ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে রাজস্থান যেন বলেই দিল তাঁরা এবারের প্লে-অফ থেকে বিদায় নিতে প্রস্তুত।
রাজস্থানের ইনিংসে সবচেয়ে বেশি রান করলেন ইংল্যান্ডের ক্রিকেটের জোফ্রা আর্চার। ২৭ বলে ৩০ রান। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১১৭ রান করে অল আউট হল রাজস্থান। ১০০ রানের পরাজয় কাঁধে নিয়ে পরাগের দল খাতায়-কলমে একরকম বিদায় নিল।
IPL 2025: পয়েন্ট টেবিল
এই ম্যাচের শেষে ১১ ম্যাচের মধ্যে ৭ টি তে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল মুম্বই ইন্ডিয়ানস। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রইল যথাক্রমে আরসিবি, পঞ্জাব এবং গুজরাট টাইটানস।