Glowing Water Trend: একটা না একটা ট্রেন্ডে মজে আছে সোশ্যাল মিডিয়া। হঠাৎ করে একটা কিছু এসে হাজির হয়, আর তাতেই কয়েকদিনের জন্য গা ভাসিয়ে দেন বিশ্বজুড়ে নেটিজেনরা। সমাজমাধ্যমে এরকম ঘটনা লেগেই আছে। ঠিক তেমনি একটা ট্রেন্ড হল হালের ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’। বিগত কিছুদিন ধরে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকাউন্টে লগইন করলেই মুহুর্মুহু ভেসে উঠছে নানান রকম এক্সপেরিমেন্ট। কি এই ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড?’ আসুন জেনে নেওয়া যাক।
কিভাবে তৈরি করবেন ‘গ্লোয়িং ওয়াটার’?
এক কথায় বলতে গেলে এটি হলো আলো, জল আর হলুদের মায়াবী খেলা। অন্ধকার ঘরে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তার ওপরে রাখতে হবে একটি জলভর্তি কাঁচের গ্লাস। মোবাইলের লাইট গ্লাসের জল ভেদ করে সোজা উঠে যাবে ওপরে। এবার একটি চামচে করে অল্প রান্না করার হলুদ নিয়ে গ্লাসের জলে উপরে ধীরে ধীরে ঢালতে হবে। আর তাতেই তৈরি হবে ম্যাজিক। অনেকে আবার হলুদের জায়গায় ব্যবহার করছেন ভিটামিন বি-২ ক্যাপসুল। আলো, জল আর হলুদের রং মিশে তৈরি করবে মায়াবী এক খেলা। ঘর জুড়ে ছড়িয়ে পড়বে সোনালী আভার আলো।
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিক টক যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন মজার এই এক্সপেরিমেন্ট। ঘরের সামান্য কিছু জিনিস নিয়ে আলোর এই খেলায় মজা পাচ্ছে বাড়ির ছোট থেকে শুরু করে বড়রাও।
‘গ্লোয়িং ওয়াটার’: বৈজ্ঞানিক ব্যাখ্যা
রহস্যময় এই আলো তৈরির পেছনেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সাধারণ হলুদে থাকে কারকিউমিন নামক একপ্রকার প্রাকৃতিক উপাদান। এই যৌগের উপর আলো ফেললে একধরনের ফ্লুরোসেন্ট বৈশিষ্ট্য দেখায়। কারকিউমিন আলো শোষণ করার পর তুলনামূলকভাবে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত করে। একইসঙ্গে, এই খেলায় কাঁচ এবং জলের মাধ্যমে আলোর প্রতিসরণ, বিচ্ছুরণ এবং প্রতিফলনও ঘটে। সেই কারণেই নিচ থেকে জোরালো আলো ফেললে জলের উপর অংশে থাকা হলুদের রঙ হয়ে ওঠে আরও উজ্জ্বল ও আলোকময়। তাই দেরি না করে আজ রাতেই বাড়ির ছোটদেরকে সঙ্গে নিয়ে সেরে ফেলতে পারেন লাস্যময়ী এই এক্সপেরিমেন্ট। অন্য মোবাইল দিয়ে ভিডিও করে চটজলদি ছেড়ে দিতে পারেন সমাজমাধ্যমে।