‘চিরদিনই তুমি যে আমার’ নতুন ‘অপর্ণা’
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে বিতর্কের মেঘ যেন কাটছেই না। গত সোমবার সমস্ত জল্পনা-কল্পনা ও দ্বন্দ্বের ইতি টেনে সিরিয়াল ছেড়েছেন দিতিপ্রিয়া রায়। আর্টিস্ট ফোরামকে ইমেল করে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। পরে ফোরাম এক বিবৃতির মাধ্যমে দিতিপ্রিয়ার সেই সিদ্ধান্তে সিলমোহর দেয়। তারা জানিয়েছে, মানসিক ও শারীরিক অসুস্থতার কারণেই ‘রাণীমা’ সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সমাজমাধ্যমে লাগাতার কটাক্ষ, ব্যক্তিগত আক্রমণ এবং হেনস্থার শিকার হচ্ছিলেন তিনি। যদিও এই নোটিশে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি দিতিপ্রিয়া। তবে পরিস্থিতি যে ক্রমাগত অস্বস্তিকর হয়ে উঠেছিল, তা আর গোপন নেই। এদিকে, মেগা সিরিয়াল চালু রাখতে নতুন ‘অপর্ণা’কে খোঁজার কাজ চালু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দিতিপ্রিয়ার জুতোয় শেষ পর্যন্ত পা গলাবেন কে?
সিরিয়ালের প্রযোজনা সংস্থার তরফ থেকে নতুন ‘অপর্ণা’ কে হচ্ছেন সে বিষয়ে কিছু না জানানো হলেও টলিউডের অন্দরে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় নতুন অভিনেত্রীকে নিয়ে কাটাছেঁড়া চলছে। প্রথমে ‘অপর্ণা’র চরিত্রে প্রত্যুষা পালের নাম উঠে এলেও, শোনা যাচ্ছে, পরবর্তী অপর্ণা নাকি তিনি নন। দর্শকের পছন্দের তালিকায় উঠে আসছে এবার দেবের ‘বাঘাযতীন’ ছবির নায়িকা সৃজা দত্তর নাম। তিনিই কি তাহলে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন নায়িকা?
আসলে, এবিষয়ে স্পষ্ট করে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। সৃজা নিজেও নাকি বলেছেন, আপাতত তিনি তাঁর ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা নিয়েই ব্যস্ত। কোনো ধারাবাহিকের সঙ্গে এখনও অবধি তাঁর চুক্তি সই-সাক্ষর করেননি।
এদিকে দিতিপ্রিয়ার প্রস্থানে সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ধারাবাহিকের ওপর বহু শিল্পী এবং টেকনিশিয়ান তাঁদের রুজি রোজগারের জন্য নির্ভর করে থাকেন। মাঝপথে সিরিয়াল বন্ধ হয়ে গেলে আর্থিকভাবে তাঁরাও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন। তবে জানা যাচ্ছে, সিরিয়ালের কাজ থেমে নেই। নিয়মিতভাবে কাজ চালু রয়েছে ধারাবাহিকের। অন্যদিকে, নতুন অভিনেত্রীকে খুঁজে বার করতে অডিশন চলছে।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই জিতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে বিবাদের জেরে সমাজমাধ্যম উত্তাল ছিল। দু’জনের ব্যক্তিগত সমীকরণ কোথাও গিয়ে মিল খুঁজে পায়নি। শেষ কয়েকদিন একসঙ্গে শ্যুটও করেননি জিতু এবং দিতিপ্রিয়া। সমাজমাধ্যমে শোনা গিয়েছিল, দিতিপ্রিয়া নাকি জিতুকে তাঁর গায়ে হাত দিতে নিষেধ করেছিলেন। সেই অপমান সহ্য করতে না পেরে জিতু শেষে সিরিয়াল ছাড়ারও সিদ্ধান্ত নেন। যদিও পরে তিনি ফিরে আসেন, কিন্তু ততদিনে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে উঠেছে। একসময় জিতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন ছোটপর্দার ‘রানি রাসমণি’। যদিও, সিরিয়াল ছাড়ার সময় কাউকে দোষারূপ না করে ব্যক্তিগত কারণ এবং নিজের অসুস্থতার কথাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন – ‘ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে’, স্মৃতির আলেখ্যে ‘মহীরুহ’ ধর্মেন্দ্রর প্রতি অমিতাভের বেদনা বার্তা
আরও পড়ুন – ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ টিজারে কার্তিক-অনন্যার অনবদ্য রোম্যান্স


