Avatar 3 Villain: Varang’s First Look
প্রখ্যাত চিত্র পরিচালক জেমস ক্যামেরনের বহু প্রতীক্ষিত ছবি ‘অবতার ৩: ফায়ার এন্ড অ্যাশ’ (Avatar 3: Fire and Ash) বিশ্বব্যাপী মুক্তি পাবে এবছরের ১৯ ডিসেম্বর (Avatar 3 Release Date)। তার আগে আগামী ২৫ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবির ট্রেলার (Avatar 3 Trailer Release Date)। আর গতকাল ২২ জুলাই সামনে এল এই ছবির দুর্ধর্ষ ভিলেন ভ্যারাং (Avatar 3 Villain Varang)-এর ফার্স্ট লুক।
অবতার ৩-র ভিলেন ভ্যারাং চরিত্রে অভিনয় করেছেন ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। ভারাং হলেন ম্যাংকওয়ান বা অ্যাশ জনজাতি (Ash People) নামে এক আগ্নেয়গিরি অঞ্চলে বসবাসকারী নাভি গোষ্ঠীর যোদ্ধা নেত্রী। আগুনের রাজ্য তাদের ঘরবাড়ি। বেঁচে থাকার জন্য তাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়। প্রত্যেকটা দিন তাদের কাটাতে হয় টিকে থাকার সংগ্রামে। ভ্যারাং হলেন প্যান্ডোরার সেই আগুনে পোড়া দুর্ধর্ষ জনজাতির প্রতিনিধি। এরা মেটাকিয়ানা গোষ্ঠীর সম্পূর্ণ বিপরীত। মেটাকিয়ানা গোষ্ঠী হল সেই গোষ্ঠী যাদেরকে আমরা দেখেছি অবতার সিরিজের আগের ছবিগুলোতে।
Meet Varang in Avatar: Fire and Ash.
Be among the first to watch the trailer, exclusively in theaters this weekend with The Fantastic Four: First Steps. pic.twitter.com/MZi0jhBCI5
— Avatar (@officialavatar) July 21, 2025
পরিচালক জেমস ক্যামেরন ভারাংয়ের চরিত্র সম্পর্কে বলেছেন, ‘ভারাং এমন একটি জনজাতির নেত্রী, যাদের জীবন অকল্পনীয় যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সেই অপরিসীম যন্ত্রণা ভোগ করতে করতে এরা ক্রমশ কঠোর হয়ে উঠেছে। এই কঠোর মনোবৃত্তি নিয়ে সে নিজের জনজাতির জন্য এমন কিছু করতে পারে যা কিনা আমাদের চোখে অমানবিক বলেও মনে হতে পারে।’
আরও পড়ুন – Ahaan Panday and Aneet Padda: ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে গোটা দেশ, এই মুভির নতুন জুটিকে কতটা চেনেন?
এতদিন মোটামুটি একরকম ছকেই বাঁধা ছিল ‘অবতার’ ছবির কাহিনি। জেমস ক্যামেরনের অবতার ফ্রাঞ্চাইজির আগের দুটি অধ্যায়ে ছবির মূল কাহিনী ছিল- ‘মানুষ খারাপ, আর নাভিরা ভাল’। তবে এবার সেই পরিচিত গণ্ডি ভেঙে নতুন পথে হাঁটতে চলেছেন পরিচালক জেমস ক্যামেরন।

খোদ পরিচালক জানিয়েছেন, অবতার-৩ (Avatar 3) ছবিতে সেই একপেশে যুদ্ধ আর দেখা যাবে না। এবার প্যান্ডোরার নাভি সমাজের মধ্যেই থাকবে পারস্পরিক মতবিরোধ, দ্বন্দ্ব আর আবেগের দুর্নিবার টানাপোড়েন। চরিত্ররা হয়ে উঠবে আরো বাস্তব, জটিল এবং অনুভূতিপ্রবণ। অর্থাৎ, ‘অবতার’-এর দুনিয়া এবার আরও বেশি গভীর এবং আরও বেশি বাস্তবিক।
চলতি সপ্তাহের শুক্রবার মার্ভেলের ‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ ছবির সঙ্গে পেক্ষাগৃহে দেখানো হবে অবতার ৩: ফায়ার এন্ড অ্যাশ-র ট্রেলার। এবছর ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী ১৬০টি ভাষায় মুক্তি পাবে ছবিটি। টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স-এর ব্যানারে জেমস ক্যামেরনের এই ছবি বিশ্বব্যাপী আবারও দর্শকদের মন জয় করবে, তেমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা।