ম্যাডক হরর কমেডিতে অনীত পাড্ডা’-এ
মোহিত সুরির ‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডার অভিনয় দেখে একরকম মুগ্ধ হয়েছিল গোটা দেশ। রাতারাতি দর্শকদের ক্রাশ হয়ে উঠেছিলেন নবাগতা এই অভিনেত্রী। সকলের প্রত্যাশা ছিল যে, খুব শিগগিরই তাঁকে দেখা যাবে নতুন ছবিতে। বলা বাহুল্য, দর্শকদের সেই প্রত্যাশাই এবার সত্যি হতে চলেছে! এবার আরও নতুনভাবে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। কোথায়? ‘ম্যাডক হরর কমেডি ইউনিভার্স’-এর পরবর্তী ছবি ‘শক্তি শালিনী’তে প্রধান মহিলা চরিত্র হিসাবে নিশ্চিত করা হয়েছে অনীত পাড্ডার নাম। সম্প্রতি পেক্ষাগৃহে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দান্না এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘থামা’র মুক্তির সঙ্গে দেখানো হয়েছে ‘শক্তি শালিনী’র প্রথম টিজার।
ম্যাডক পরিবারের একজন হয়ে ওঠার জন্য শনিবার সোশ্যাল মিডিয়ায় অনীতকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ‘থামা’ ছবির ‘ভ্যাম্পায়ার’ অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি লিখেছেন, ‘ম্যাডক হরর কমেডি ইউনিভার্স-এ তোমাকে স্বাগত। পাঞ্জাবি আ গ্যায়ে ওয়ে! তুমি যা চাও তার জন্য তুমি একজন স্বপ্নদ্রষ্টা থেকে আর একজন স্বপ্নদ্রষ্টার কাছে ছুটতে থাকো। অসম্ভব বলে কিছু নেই। এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। তোমার কঠোর পরিশ্রম আর প্রতিভা যেমন পাঞ্জাবকে গর্বিত করছে, আমরাও তেমনি তোমার জন্য গর্ববোধ করছি। তোমার এক একটি স্বপ্ন যেন পূর্ণ হয়। সুদূর পাঞ্জাব থেকে বলিউডে তোমার এই জার্নি সত্যিই অনুপ্রেরণা দেয়। ‘শক্তি শালিনী’-তে তোমাকে দেখার জন্য অধীর অপেক্ষায় আছি, অনীত।”
শোনা যাচ্ছে, ম্যাডক-এর এই ছবির জন্য প্রথমে কিয়ারা আডবানির নাম সামনে এসেছিল। কিন্তু মা হওয়ার পর আপাতত কাজ থেকে কিছুদিন বিরতি নিয়েছেন তিনি। আর সেই জায়গাতেই অনীতকে দেখা যাবে বলে গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বড়দিনের উৎসবের আগে, আগামী ২৪ ডিসেম্বর ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ দিয়েই বলিউডে পা রাখেন অনীত। তবে তাঁর প্রকৃত পরিচিতি আসে মোহিত সুরির রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’-র মাধ্যমে। ছবিতে আহান পাণ্ডের সঙ্গে অনীতের অনস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁয়ে যায় দর্শকদের। এদিকে ‘স্ত্রী’র মাধ্যমে ম্যাডক ফিল্মস ‘হরর কমেডি ইউনিভার্স’-এর জগতে প্রথম প্রবেশ করেছিল। সেই ঘরানায় তারপর একে একে যোগ হয় ‘ভেদিয়া’ এবং ‘ম্যুঞ্জ্যা’র মত ছবি। যার সর্বশেষ সংযোজন হল আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা অভিনীত ‘রক্তাক্ত প্রেমের গল্প’ – ‘থামা’। আর এই ‘থামা’র সাথে ‘শক্তি শালিনী’র টিজার এবং অনীতের নাম প্রকাশ্যে এনে ম্যাডক দিয়ে দিল এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির ইঙ্গিত।
আরও পড়ুন – রাজকীয় লেহেঙ্গা থেকে আধুনিক ড্রেপ, ভারতীয় ফ্যাশনকে নতুন রূপ দিলেন রশ্মিকা মান্দানা


