টানা বৃষ্টিতে ভিজতে পারে আগামী সপ্তাহ, কলকাতা সহ দক্ষিনবঙ্গে কেমন থাকবে আজ এবং আগামীকালের আবহাওয়া? নিম্নচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জোড়া ফলায় গত বুধবার থেকে তুমুল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ভেসে গেছে একের পর এক জেলা। বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমের জেলাগুলি। জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, আরামবাগের অনেকাংশে জলভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। এই সপ্তাহের প্রথমে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা এই মুহূর্তে অবস্থান করছে ঝাড়খন্ড লাগোয়া বিহারের উপর। ফলে ঝাড়খন্ড এবং বিহারে ভারী বৃষ্টির সঙ্গে নদীবাঁধগুলি থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ছেড়েছে ডিভিসি, তেনুঘাট, দুর্গাপুর ব্যারেজ এবং মাইথন জলাধার। গত শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ রবিবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। ভারী বৃষ্টিরও পূর্বাভাষ রয়েছে বেশ কয়েকটি জেলায়।
কলকাতা: আজ এবং আগামীকালের আবহাওয়া
আজ রবিবার শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই রকম থাকবে আগামীকালের আবহাওয়া। আগামী সপ্তাহের মঙ্গলবার, বুধবার, এবং বৃহস্পতিবার শহরের অধিকাংশ জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আজ এবং আগামীকাল।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকতে পারে সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশের আশেপাশে।
আরও পড়ুন –
পুরীর জগন্নাথ মন্দির রহস্য, ব্যাখ্যা মেলেনি আজও
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুসারে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদীয়া জেলায়। বজ্রবিদ্যুতের সঙ্গে থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারও হতে পারে।
আগামী মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দুই-একটি জায়গায়। হাওড়া এবং হুগলি জেলাতেও বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আজ এবং আগামীকালের আবহাওয়া?
ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এইসব জেলায়। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুটি জেলার দু-একটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় আজ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আগামীকাল সোমবার, ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এবং কোচবিহারে। মঙ্গলবার ভারে বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলায় আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত কম-বেশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।