RR vs KKR: IPL 2025-এর ৫৩ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। আইপিএলের প্লে অফ থেকে ইতিমধ্যে রাহুল দ্রাবিড়ের রাজস্থান ছিটকে গেছে। তবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আজ ছিল কলকাতার প্রাণ ফিরে পাওয়ার লড়াই। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে কেকেআরের পয়েন্ট চাই।
প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতা পুরো ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে করেছিল ২০৬ রান। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করেছিল আন্দ্রে রাসেল। ২৫ বলে ৫৭ রান করে নট-আউট ছিলেন। অংকৃষ রঘুবংশী করেন ৩১ বলে ৪৪ রান। রাহানে আর গুরবাজ করেন যথাক্রমে ৩০ রান ও ৩৫ রান। কম রান হলেও দারুণ খেললেন রিঙ্কু সিং। ৬ বলে ১৯ রান করে রাসেলের সঙ্গে ট-আউট থাকেন।

কলকাতার ২০৬ রান তাড়া করতে নেমে ২০৫ রান করে রাজস্থান রয়্যালস। মাত্র ১ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে শুভম দুবে ভেলকি দেখালেন। ১৪ বল খেলে ২৫ রান করে নট আউট ছিলেন তিনি। আর একটু হলেই হাত থেকে ফস্কে যাচ্ছিল নাইটদের ম্যাচ। কিন্তু শেষ অবধি কলকাতার জেদের কাছে হার মানতে হল রাজস্থানকে।
আইপিএলে (IPL 2025) সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী করলেন মাত্র ৪ রান। বৈভবের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়ন ফিরলেন। রাহানে বৈভবের ক্যাচ ধরতে এক ফোটাও ভুল করেননি।
অসাধারন খেললেন রিয়ান পরাগ। ৪৫ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে চাপে ফেলে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। হরশিত রানার বলে ক্যাচ তুলে ক্রিজ ছাড়তে হল সেঞ্চুরি না করেই। জয়সওয়াল এবং হেট্মায়ার চেষ্টা করলেন। শেষ ওভারে শুভম দুবে ভেলকি দেখালেন। আর একটু হলেই নাইটদের হাত থেকে ফস্কে যাচ্ছিল ম্যাচ। কিন্তু কলকাতার জেদের কাছে হার মানতে হল রাজস্থানকে।
আজকের ম্যাচের পর ১১ টি ম্যাচে খেলে ৫ টি তে জিতে IPL Point Table- এর ৬ নম্বরে উঠে এল কেকেআর।