দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ৪৬ তম ম্যাচে শেষ হাসি হাসলো আরসিবি। দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারিয়ে IPL Point Table-এর এক নম্বরে উঠে এল রজত পাতিদারের দল। ঘরের মাঠে হেরে দিল্লি এখন চার নম্বরে।
প্রথমে টসে জিতে আরসিবি বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। দিল্লির হয়ে সবচেয়ে বেশি রান করেন কে এল রাহুল। ৩৯ বলে ৪১ রান তুলে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। রাহুল ছাড়া ট্রিস্টান স্টাবস ৩৪ এবং অভিষেক পড়েল ২৮ রান করেন। ফাফ দ্যু প্লেসিস করেন ২২ রান। এদিন ব্যাট হাতে একদমই রান পাননি অক্ষর প্যাটেল। ১৩ বলে ১৫ রান করে জস হ্যাজেলউডের বলে বোল্ড আউট হন। ইনিংস শেষে দিল্লি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আরসিবিকে ১৬৩ রানের টার্গেট দেয়।
আরসিবির তরফে সবচেয়ে বেশি উইকেট পান ভুবনেশ্বরের কুমার। চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া জস হ্যাজেলউড নেন ২ উইকেট। জস দয়াল এবং ক্রুনাল পান্ডিয়া দুজনেই ১ উইকেট করে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই চার উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে জয় হাসিল করে আরসিবি। তবে ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই আরসিবির শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনকেই প্যাভিলিয়নে ফেরত পাঠায় দিল্লির বোলাররা। চার ওভারে বিরাটদের অবস্থা যখন ৩ উইকেটে ২৬ রান, তখন বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া
চতুর্থ উইকেটে ১১৯ রানের যবরদস্ত জুটি গড়ে আরসিবিকে উদ্ধার করেন।
৭৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ড্য। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হন। কোহলি করেন ৫১ রান।
দিল্লির বোলিংয়ে সবচেয়ে বেশি রান দেন মুকেশ কুমার। ৩.৩ ওভারে ৫১ রান দেন তিনি। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৯ রান দিয়ে দু উইকেট নেন।
অসাধার ক্রুনাল পান্ড্য ম্যান অফ দ্য ম্যাচ হন।
এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল অক্ষর প্যাটেলের দিল্লি। ম্যাচের পরে ১০ ম্যাচে ৭টিতে জিতে IPL Point Table-এর শীর্ষে চলে এল আরসিবি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে গুজরাট ও মুম্বই। ৯ ম্যাচের তিনটিতে হেরে দিল্লি এখন এল ৪ নম্বরে। একদম শেষে ৫ নম্বরে রয়েছে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব।