ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) অভিষেক হল করবিন বশের। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আজ লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ানসের (এমআই) আইপিএল ম্যাচে দক্ষিণ আফ্রিকার করবিন বশ তাঁর বহু প্রতীক্ষিত আইপিএল অভিষেক করলেন।
মুম্বাইয়ের চোটগ্রস্ত মিচেল স্যান্টনারের পরিবর্তে একাদশে সুযোগ পান তিনি। কিছুদিন আগেই লিজাড উইলিয়ামসের বদলি হিসেবে মুম্বাই দলে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বরখাস্ত করে। পেশোয়ার জালমির হয়ে ডায়মন্ড পিকে নির্বাচিত হয়েও আসর থেকে নাম প্রত্যাহারের কারণে বশের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়। পরে পিসিবির মাধ্যমে তিনি ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দুঃখ প্রকাশ করেন।

করবিন বশ ডানহাতি ফাস্ট বোলার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবেই টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত। দেশের মাটিতে এবং আন্তর্জাতিক মঞ্চে তার পারফরম্যান্স বরাবরই নজর কেড়েছে। টি-টোয়েন্টিতে ৮৬টি ম্যাচে ৫৯টি উইকেট এবং সর্বোচ্চ ৮১ রানের ব্যক্তিগত ইনিংস খেলার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে।
২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বশ। ফাইনালে ১৫ রানে ৪ উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।
ঘরোয়া ক্রিকেটেও বশের সাফল্য উল্লেখ করার মতো। ২০২৫-এর এসএ২০ টি-টোয়েন্টির তৃতীয় মরশুমে এমআই কেপ টাউনের হয়ে ১১টি উইকেট নিয়ে দলের শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।