দ্বিতীয়বার মা হলেন অ্যামি জ্যাকসন। পুত্রসন্তান হওয়ার সুখবর দিয়ে সমাজমাধ্যমে নবজাতকের সাদা-কালো তিনটি অসাধারণ ছবি পোস্ট করেছিলেন অ্যামি আর গসিপ গার্ল তারকা এড ওয়েস্টউইক।
একরত্তিকে তোয়ালে জড়িয়ে আদর করছেন এই দম্পতি। জন্মানোর পরপরই ছেলের নামকরণ করেছেন তাঁরা। ছবির ক্যাপশনে লেখা আছে ক্ষুদের নাম “পৃথিবীতে স্বাগতম…অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।”
ক্ষুদে অস্কার হল জ্যাকসনের দ্বিতীয় সন্তান এবং অ্যামি আর এড ওয়েস্টউইক দম্পতির প্রথম সন্তান। অ্যামির প্রথম সন্তান অ্যান্দ্রেয়াসের বয়স ৫ বছর।

২০১৯ সালে হোটেল মালিক জর্জ পানাইওটের সঙ্গে প্রথম বাগদান হয়েছিল অ্যামির। এই পানাইওট হলেন অ্যামির প্রথম সন্তানের বাবা। দুবছর পর পানাইওটতে সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর ২০২১ সালের শেষের দিকে সিলভারস্টোন সার্কিট রেসট্র্যাকে নতুন করে এড ওয়েস্টউইকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অ্যামি।
২০২৪ এর আগস্ট মাসে ইতালিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সম্পন্ন হয় এই দম্পতির। ওই বছরের শেষের দিক থেকেই অ্যামি তাঁর গর্ভধারণের প্রতিটি পর্যায়ের ছবি নিয়মিত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আসছিলেন। সদ্যজাত অস্কারকে কোলে নিয়ে “মা এবং বাবা” অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন।