এখন থেকে মার্কিন মুলুকে বসবাস করতে গেলে শুধুমাত্র বৈধ ভিসা থাকলেই চলবেনা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিল যে, এবার থেকে আমেরিকায় থাকার জন্য বিদেশীদেরকে বিশেষ নিয়ম মানতে হবে।
কি সেই বিশেষ নিয়ম?
মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের (Department of Homeland Security) তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে ৩০ দিনের বেশি সময় ধরে আমেরিকায় থাকলে, তাদেরকে অবশ্যই সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে। এই নিয়ম না মেনে চললে জরিমানা, কারাদণ্ড এমনকি দুইই হতে পারে। এমনকি এরকম বার্তাও দেওয়া হয়েছে যে, যেসব বিদেশীরা এই নিয়ম মানবেন না তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আমেরিকায় ফেরার পথ চিরকালের জন্যও বন্ধ করে হয়ে যেতে পারে।
কারা কারা এই বিশেষ নিয়মের আওতায় পড়বেন? মার্কিন মুলুকে বসবাসকারী সমস্ত অভিবাসী যাদের উপযুক্ত নথিপত্র নেই, বৈধ স্থায়ী বসবাসকারী, মার্কিন ভিসাধারী, নথিপত্র ছাড়া যাঁরা সাম্প্রতিককালে আমেরিকায় পাড়ি দিয়েছেন, তাঁদের সবাই এই নিয়মের আওতায় পড়বেন। এমনকি যাঁরা H-১B বা পড়ুয়া ভিসায় আমেরিকায় আছেন তাঁদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে।

রিপোর্ট অনুযায়ী, অভিবাসীদের সন্তানের বয়স ১৮ পার হলেই, তাঁদেরকে আমেরিকায় বসবাসের অনুমোদনের বৈধ নথি সবসময় সঙ্গে রাখতে হবে। এই মাসের ১১ তারিখ থেকে এই নিয়ম লাঘু হয়েছে। ১১ তারিখের পর যাঁরা আমেরিকায় গেছেন, তাঁদেরকে ৩০ দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। অভিবাসীদের সন্তানের বয়স ১৪ পার হলেই তাদের নাম সরকারি দপ্তরে গিয়ে নাম নিবন্ধন করতে হবে।
মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বিবৃতি দিয়ে বলেছেন, “অবৈধভাবে বসবাসকারীদের জন্য রাষ্ট্রপতি ট্রাম্প এবং সচিব নোয়ামের একটি স্পষ্ট বার্তা রয়েছে: এখনই দেশ ছেড়ে চলে যান। যদি আপনি এখনই চলে যান, তাহলে আপনার ফিরে আসার সুযোগ পেতে পারেন। আমাদের স্বাধীনতা উপভোগ করার এবং আমেরিকায় বাঁচার সুযোগ থাকতে পারে।” তিনি আরও বলেন, “ট্রাম্প প্রশাসন অভিবাসন সংক্রান্ত সকল আইন প্রয়োগ করবে। মাতৃভূমি এবং সমস্ত আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে আমাদের দেশে কে আছে তা আমাদের জানতে হবে।”
মার্কিন মুলুকে সরকারি দপ্তরে গিয়ে অভিবাসীদের নাম নথিভুক্তি করার নিয়ম নতুন নয়। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকায় চালু হয়েছিল ‘এলিয়েন রেজিস্ট্রেশন অ্যাক্ট’। তবে তখন এই আইন খুব বেশি দিনের জন্য প্রয়োগ করা যায় নি। জানুয়ারির ২০ তারিখ ক্ষমতায় আসার পর এই আইন ফিরিয়ে আনার নানান জল্পনা চলছিল। সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে ১লা এপ্রিল থেকে নিয়মটি কার্যকর করল মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা দপ্তর।