গত কয়েক দিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কিছু ডিজিটাল মাধ্যমে ট্রেনের তৎকাল টিকিট কাটার সময় সংক্রান্ত বিষয়ে নানান খবর ঘোরাঘুরি করছে। বলা হচ্ছে, আগামী ১৫ই এপ্রিল থেকে ট্রেনের এসি এবং নন-এসি কোচে সংরক্ষিত আসনের তৎকাল বুকিংয়ের সময় বদলে যাচ্ছে।
এই খবর ঘিরে যাত্রীদের মধ্যে নানারকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-র পক্ষ থেকে প্রকাশিত একটি স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধরনের প্রচার একেবারেই ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট কাটার সময়সূচি নিয়ে কোনও পরিবর্তন আনা হয়নি। আগে যে সময়ে টিকিট কাটা যেত, এখনো সেই সময়েই কাটা যাবে।
যাত্রী সুবিধার্থে আইআরসিটিসি বিভিন্ন ধরনের ট্রেনের টিকিট কাটার সময়সূচী নির্দিষ্ট করে দিয়েছে। যেমন তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও আইআরসিটিসি নির্ধারিত বিশেষ সময় আছে। দূরপাল্লার এসি ও নন-এসি বুকিং এর অনেক পরেই শুরু হয় তৎকাল বুকিং।

তৎকাল শব্দের অর্থ হলো ‘তাৎক্ষণিক’। অল্প সময়ের নোটিশে যাঁরা ট্রেনের রিজার্ভ টিকিট বুক করতে চান তাদের জন্য এই ব্যবস্থা।
আইআরসিটিসি-র দেওয়া তথ্য অনুসারে বিশেষ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে ট্রেন ছাড়ার নির্ধারিত দিনের আগের দিন সকাল থেকে তৎকাল টিকিটের বুকিং শুরু হয়। আপনি যদি এপ্রিল মাসের ১৪ তারিখ ট্রেনে যাত্রা করবেন বলে ঠিক করেন তাহলে আপনাকে আগের দিন অর্থাৎ ওই মাসের ১৩ তারিখ তৎকাল টিকিট বুক করতে হবে।
এসি শ্রেনীর জন্য তৎকাল টিকিট বুকিং শুরু হয় ঠিক সকাল ১০ টায়। এবং নন-এসি শ্রেনীর জন্য তৎকাল বুকিং শুরু হয় সকাল ১১ টায়। সমাজমধ্যমে উল্লিখিত তৎকাল টিকিট পরিবর্তন সংক্রান্ত তথ্যের কোনো ভিত্তি নেই।
আগের মতোই আইআরসিটিসি-র মাধ্যমে অনলাইন অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে তৎকাল টিকিট কাটার অপশন পাবেন। রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে গিয়েও টিকিট কাটতে পারবেন।