চেন্নাই সুপার কিংসকে দুরমুশ করে ১৮ তম আইপিএলে নিজের ভিত শক্ত করল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচ শুরুর আগে উত্তেজনা যেভাবে চড়ছিল তাতে অনেকেই ভেবেছিল লড়াই হবে জমজমাট। কিন্তু শেষ পর্যন্ত যা হল, তা কলকাতার একতরফা দাপটের প্রদর্শনী।
সুনীল নারাইন একাই ওলট পালট করে দিলেন চেন্নাইকে। ব্যাট বল হাতে আগুন ঝলসালেন তিনি। প্রথমে বল হাতে মাত্র ১৩ রান দিয়ে ৪ ওভারে নিলেন তিন উইকেট। তারপর ব্যাট হাতে ১৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন। একের পর এক বাউন্ডারি ছক্কায় চেন্নাইয়ের বোলারদের গ্যালারি দেখালেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রাহানাকে মহিমায় ক্যাপ্টেন্সি করতে দেখা গেল।

প্রথমে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ১০৩ রান তোলে চেন্নাই। ম্যাচের শেষের দিকে লড়াই করতে দেখা গেল শিবম দুবেকে। ২৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকলেন তিনি।
অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে প্যাভিলিয়ন ফিরতে হল একরকম খালি হাতে। মাত্র ৪ বলে ১ রান করে মাঠ ছাড়তে হল তাঁকে।
চেন্নাইয়ের বুকে এম চিদাম্বরম স্টেডিয়ামে ৫৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে চেন্নাইকে হারতে হল গতবারের চ্যাম্পিয়নদের কাছে। নেট রানরেট অনেকটা বাড়িয়ে এক লাফে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স।