PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা: বিদ্যুৎ বিলে সাশ্রয় কে না চায়! এবার দেশবাসীর কথা ভেবে ভারত সরকার চালু করলো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। এই প্রকল্পে গ্রাহকদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য মিলবে ভর্তুকি। বিনামূল্যে পাওয়া যাবে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ। এই প্রকল্পে দেশের প্রায় ১ কোটি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎ বিলের ধাক্কায় নাজেহাল হতে হয় গৃহস্থকে। বিশেষ করে গরমের সময় লাফিয়ে লাফিয়ে ওঠে মিটার আর সেই সঙ্গে বিল।
এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সোলার প্যানেল বসানোর জন্য সরকার ভর্তুকি দেবে এবং ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে।

সৌরবিদ্যুতের মাধ্যমে ঘর যেমন আলোকিত হবে এবং সঙ্গে মাসে মাসে বিল মেটানোর ঝক্কিও থাকবে না। বর্তমান বেঞ্চমার্ক মূল্যে, এই প্রকল্পে ৩০ হাজার থেকে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার।
PM সূর্য ঘর মুফত বিজলি যোজনার আওতায় আসতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। সোলার প্যানেল স্থাপন করার জন্য একটি উপযুক্ত ছাদের সঙ্গে বাড়ির মালিকানা থাকতে হবে। এর সঙ্গে, বাড়িতে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। এছাড়া আবেদনকারী পরিবারটিকে এটি নিশ্চিত করতে হবে যে সৌর প্যানেলের জন্য অন্য কোনো ভর্তুকি গ্রহণ করে নি।
PM সূর্য ঘর যোজনার জন্য আবেদন করা অত্যন্ত সহজ। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথমে pmsuryaghar.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীকে নির্দিষ্ট কয়েকটি তথ্য যেমন তার রাজ্য, বিদ্যুৎ বিতরণ সংস্থা, গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদনকারীকে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে। এটি করার জন্য তাঁকে মোবাইল নম্বর ও গ্রাহক নম্বর দিয়ে লগ ইন করতে হবে।