আবহাওয়া রিপোর্ট : অবশেষে এল স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রাত অবধিও ছিল প্যাচপ্যাচে গরম। তবে আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। খবর পাওয়া যাচ্ছে খুব শিগগিরই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি আজ মিশে গেছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের সঙ্গে। এই ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি থেকে ৭.৬ কিমি উচ্চতায় অবস্থান করছে এবং উচ্চতার সাথে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এই ঘূর্ণাবর্তের হাত ধরেই আগামী মঙ্গল-বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। সক্রিয় হতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অক্ষরেখা। এই প্রতিবেদনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জন্য রইল আগামী রবিবার অবধি আবহাওয়ার বিস্তারিত আপডেট।
আজকের আবহাওয়া রিপোর্ট: দক্ষিণবঙ্গ
ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার, ১৬ জুন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরসঙ্গে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই সব জেলায় দু-এক জায়গায় আগামীকা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
১৭ থেকে ২১ জুন আবহাওয়া রিপোর্ট: দক্ষিণবঙ্গ
১৭ এবং ১৮ জুন বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে। ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই সব জেলায়। তাছাড়া, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ১৭ জুন, মঙ্গলবার, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দুই জেলার কয়েকটি অংশে।
১৯ জুন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। ২০ জুন বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পরের দিন ২১ জুন ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায়। এছাড়া প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গের সব কটি জেলার কোথাও না কোথাও কমবেশি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া রিপোর্ট: উত্তরবঙ্গ
এদিকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই জারি থাকবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী, ১৬ রারিখ জলপাইগুড়িতে এবং ১৭ তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে। ১৮ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। ১৯ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর দিনাজপুরে। এরপর ২০ এবং ২১ জুন উত্তরঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।