2027 Total Solar Eclipse
একবিংশ শতাব্দীর বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। টানা ৬ মিনিট ২১ সেকেন্ড। এত দীর্ঘ সময় ধরে দিনের আলোয় পৃথিবী কখনও অন্ধকারে ঢাকেনি। ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে পৃথিবী থেকে দেখা এটাই হবে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
এই শতাব্দীর উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনাগুলির মধ্যে এটি অন্যতম সূর্যগ্রহণ হতে চলেছে এটি। আগামী ২০২৭ সালের ২ আগস্ট এই গ্রহণ দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আকাশে। চাঁদের আড়ালে সম্পূর্ণ ঢাকা পড়ে ওইদিন অন্ধকারে ঢাকবে পৃথিবী। সূর্য, চাঁদ আর পৃথিবীর বিশেষ অবস্থানের কারণে তা হয়ে উঠবে দীর্ঘতম।
সাধারণ গ্রহণের থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আলাদা কেন?
বেশিরভাগ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হয় মোটামুটি ৩ মিনিটের কম সময় ধরে। চাঁদ, পৃথিবী আর সূর্যের নিখুঁত অবস্থান হলে তবেই এমনটা সম্ভব। একমাত্র এই একটা সময় যখন সূর্যের বায়ুমন্ডলের সবচেয়ে বাইরের অংশ করোনা’কে দেখতে পাওয়া যায়। সাধারণ সময় তা দেখার উপায় নেই, কারণ সূর্যের উজ্জ্বল আলোয় তা ঢাকা পড়ে থাকে। ফলে আগামী ২০২৭ সালের সূর্যগ্রহণ এই দিক থেকে দুর্লভ হয়ে উঠবে। কারণ, ওই সময় চাঁদ সূর্যকে দীর্ঘক্ষণ ঢেকে রাখার ফলে, সূর্যের আলোয় লুকানো করোনাকে আরো বেশি সময় ধরে দেখা যাবে। যা একেবারেই বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

2027 Total Solar Eclipse: বিশেষত্ব কি?
জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৭ সালের এই সূর্যগ্রহণ ‘গ্রেট নর্থ আফ্রিকান এক্লিপস’ বলে নামকরণ করেছেন। তাঁর বলছেন, এইদিন চাঁদ সূর্যকে দীর্ঘ সময় ধরে ঢেকে রাখবে। বলা হচ্ছে, ২০২৭ সালের ২ অগাস্ট যে সূর্যগ্রহণ হবে, সেখানে পৃথিবীর অবস্থান হবে “অ্যাফিলিয়ন”-এ, অর্থাৎ সূর্য থেকে সবচেয়ে দূরে। ফলে, তখন সূর্য আমাদের আকাশে একটু ছোট দেখাবে। আবার, ওই একই দিনে পৃথিবীর উপগ্রহ চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি জায়গায় অর্থাৎ ‘পেরিজি’-তে। সবচেয়ে নিকটে থাকার জন্য সেইসময় চাঁদকে স্বাভাবিকভাবে আকাশে একটু বড় দেখাবে। আপাতদৃষ্টিতে ছোট সূর্য এবং বৃহত্তর চাঁদ- এই দুই মহাজাগতিক ঘটনার সহাবস্থানের ফলেই ওই সূর্যগ্রহণের সময়কাল আরও দীর্ঘ এবং পরিণত হবে।
এছাড়া এই সূর্যগ্রহণের সময় নিরক্ষীয় অঞ্চলে যে ছায়া পড়বে, তার গতি হবে অত্যন্ত ধীর। মাটির উপর দিয়ে ছায়া ধীরে ধীরে সরতে থাকবে। ছায়া যত ধীরে চলবে, সেইসমস্ত জায়গায় সূর্যগ্রহণ তত বেশি সময় ধরে দেখা যাবে। ফলে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য মিলবে।
আরও পড়ুন – ২০ বছর কোমায় থাকার পর চিরনিদ্রায় ঢলে পড়লেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আল ওয়ালিদ বিন খালিদ
2027 Total Solar Eclipse: কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ?
জানা গেছে, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে শুরু হয়ে এই গ্রহটি ধীরে ধীরে পূর্বদিকে সরে যাবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহনের বিস্তৃতি হবে প্রায় ২৫৮ কিলোমিটার। পৃথিবীর উপর দিয়ে চাঁদের এই ছায়া অতিক্রম করতে সময় নেবে প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট। স্পেস ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী এই গ্রহণ স্পেনের দক্ষিণাংশ, উত্তর মরক্কো, আলজিরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মধ্য মিশর, সুদান, সৌদি আরব, সোমালিয়া এবং ইয়েমেন হয়ে ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গিয়ে শেষ হবে।
খবর অনুসারে, দুপুর থেকে বিকেলের মধ্যে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। মিশর এবং লিবিয়া থেকে এই দৃশ্য সবথেকে ভালো দেখা যাবে। এর মধ্যে মিশরের লুক্সার হল এই গ্রহণ উপভোগ করার সর্বশ্রেষ্ঠ জায়গা। তাই যারা এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আগ্রহী, তাঁরা শতাব্দীর বিরলতম দৃশ্যের সাক্ষী হয়ে থাকার সঙ্গে সঙ্গে প্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র মিশরের ঐতিহাসিক জায়গাগুলি ঘুরে দেখারও সুযোগ পাবেন।
আরও পড়ুন – পদত্যাগ করলেন অ্যাস্ট্রোনমার সিইও, নেপথ্যে ‘কিস ক্যাম’ কেলেঙ্কারি, সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত
2027 Total Solar Eclipse: ভারতে কি এই গ্রহণ দেখা যাবে?
তবে, খবর অনুযায়ী, ভারত সহ দক্ষিণ এশিয়ার কোনো জায়গা থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এবং অস্ট্রেলিয়া থেকেও এই গ্রহণ দেখার সৌভাগ্য হবে না।
বিশেষজ্ঞরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষিত চশমা বা সরঞ্জাম ব্যবহার করার আহ্বান জানিয়েছেন, যাতে চোখের কোনও ক্ষতি না হয়।
তথ্যসুত্র- স্পেস ডটকম, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস