ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে। গরম থেকে রেহাই পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনেকেই। তাপমাত্রা কিছুটা হলেও নেমেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত চলতে পারে এরকম ঝড়বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর সঙ্গে বাড়তে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ।
কোন কোন জেলায় বেশি প্রভাব?
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হাওয়ার গতি হতে পারে আরও বেশি। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। প্রায় একইরকম আবহাওয়ার পূর্বাভাস মিলেছে আগামী শনিবার ও রবিবারের জন্যও।
তাপমাত্রায় কি পরিবর্তন হতে পারে

তাপমাত্রায় বড়সড় কোনও তারতম্য না থাকলেও, সপ্তাহের শুরুতে কিছুটা হেরফের হতে পারে। আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী চার দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এইসব জায়গায় সোমবার পর্যন্ত
বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
তাছাড়া, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সতর্কতা ও পরামর্শ
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে, ইলেকট্রিক পোল বা গাছপালার নিচে দাঁড়াতে নিষেধ করা হয়েছে।