New Bengali Movie

চলতি বছরের স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট পেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। বিজয় মুদগল পরিচালিত এই ছবির গোটা গল্পের কেন্দ্রে থাকবেন বাস্তব জীবনের নায়ক করিমুল হক।

‘প্রলয়’ সিনেমার কথা মনে পড়ে? অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠার কাহিনী নিয়ে সেবার রাজের এই ছবি পর্দায় আগুন ঝরিয়েছিল। ‘প্রলয়’ মুক্তি পাওয়ার প্রায় ১২ বছর পর মানুষের সেই প্রতিবাদের কাহিনী নিয়ে ফের বড়পর্দায় ফিরছেন রাজ।

পরের সপ্তাহেই বড়দিন। বছর শেষের জমজমাট উৎসব। শীতের আমেজকে উপভোগ করতে ডিসেম্বর মাসের জুড়ি নেই। অন্যদিকে, উৎসবের এই আবহকে আরো জমিয়ে তুলতে বড়পর্দায় মুক্তি পাচ্ছে একাধিক বিগ বাজেটের ছবি।

এর আগেও অব্যক্ত, শ্রীমতী, গুলদস্তার মত ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন পরিচালক অর্জুন দত্ত। আর ডিপ ফ্রিজ তো জাতীয় সন্মান এনে দিল তার ঘরে।