Senior Citizen Savings Scheme: ঝুঁকিহীন বিনিয়োগে সবারই আগ্রহ থাকে। বিশেষ করে এমন কোনো যদি সরকারি স্কিম থাকে যেখানে বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তাহলে টেনশন তো থাকেই না। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme বা SCSS) হল তেমনই একটি ভরসাযোগ্য সরকারি প্রকল্প। প্রবীণ নাগরিকদের জন্য সুসাশ্রয়ী এই প্রকল্পে অত্যন্ত চড়া হারে সুদ দেওয়া হয়। আবার সরকারি প্রকল্প হওয়ায় বিনিয়োগ হয় সম্পূর্ণ নিরাপদ। এই প্রতিবেদনে রইল এই স্কিমের সমস্ত খুঁটিনাটি।
Senior Citizen Savings Scheme: জনপ্রিয়তার কারণ
ছোট করে বললে, ঝুঁকিহীন এবং সুরক্ষিত সঞ্চয়ের মাধ্যমে হিসেবেই এই স্কিমের জনপ্রিয়তা এত বেশি। এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ, যা অন্যান্য অনেক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি। তাছাড়া, প্রতি তিন মাস অন্তর এই সুদ মিটিয়ে দেওয়া হয়। বলা বাহুল্য, নিয়মিত আয়ের উৎস হিসেবে সুদের এই ত্রৈমাসিক গণনার গুরুত্ব অনেকটাই।
Senior Citizen Savings Scheme: বিনিয়োগের উপায়
বলা আছে, যেকোনো প্রবীণ নাগরিক ৬০ বছর বয়স হলে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। স্বামী এবং স্ত্রী যৌথভাবে কিম্বা এককভাবেও বিনিয়োগ করতে পারেন। তবে সেক্ষেত্রে যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগের অর্থ প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের নামেই গণ্য হবে। কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগের জন্য বয়সসীমা শিথিল করা হয়েছে। যেমন ভিআরএস নেওয়া কর্মীদের বয়স ৫৫ বা তার বেশি থেকে ৬০ এর নিচে হলে তাঁরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। অন্যদিকে প্রতিরক্ষা বিভাগ থেকে অবসর গ্রহণ করা ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হলে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট খোলা যায়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: সুবিধা কোথায়?
জানা যাচ্ছে, এই প্রকল্পে সর্বোচ্চ ৩০ লাখ এবং সর্বনিম্ন ১ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। তার অর্থ হল, মাত্র ১ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে বিনিয়োগ আপনি শুরু করতে পারেন। আগেই বলেছি, এই স্কিমে সুদের হার বাৎসরিক ৮.২ শতাংশ। তাছাড়া, প্রতি ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল ১, জুলাই ১, অক্টোবর ১ এবং জানুয়ারি ১ তারিখে জমানো অর্থের সুধ পরিশোধ করে দেওয়া হয়। হিসাব করলে দেখা যায়, এই সুদের হারে যদি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তবে মেয়াদ শেষে মোট সুদের পরিমাণ দাঁড়ায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা এবং ত্রৈমাসিক হিসেবে ৬১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, এই প্রকল্পে ওই বিনিয়োগের ভিত্তিতে প্রতি মাসে ২০ হাজার টাকারও বেশি সুদ পাওয়া যায়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আরো তিন বছরের জন্য এই এই মেয়াদ বাড়ানো যায়। উপরন্তু, এসসিএসএস-এ বিনিয়োগ করলে আয়কর আইনের 80C ধারার অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক করও ছাড় পাওয়া যায়।