Samsung Galaxy F56 5G: ভারতের বাজারে উন্মোচিত হল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন- Galaxy F56 5G। সংস্থার দাবি, এখন পর্যন্ত F-সিরিজের সবচেয়ে পাতলা ফোন এটিই। মাত্র ৭.২ মিমি পুরুত্ব। এর সঙ্গে রয়েছে ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ও AI দ্বারা নিয়ন্ত্রিত একাধিক স্মার্ট ফিচার। শক্তিশালী পারফরমেন্স ও আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি যাঁরা মোবাইল ফটোগ্রাফিতে আগ্রহী তাদের কাছে স্যামসাংয়ের এই নতুন স্মার্টফোনটি একটি দারুন অপশন হয়ে উঠতে পারে।
Samsung Galaxy F56 5G: সেটের দাম
Samsung Galaxy F56 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিরেন্টে লঞ্চ করা হয়েছে। 8GB RAM ও 128GB স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে 27,999 টাকা। অন্যদিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 30,999 টাকা। উল্লেখ্য, লঞ্চ অফার হিসেবে দুটি অপশনের ক্ষেত্রেই প্রাথমিক 2 হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
ডিজাইন
Galaxy F56 5G-এর গঠন যেমন পাতলা, তেমনি মজবুত। ফোনের সামনে ও পেছনে Gorilla Glass Victus Plus কভার দেওয়া হয়েছে। ফলে স্ক্র্যাচ ও ধাক্কা থেকে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে এই ফোনে। পিছনের গ্লাস ফিনিশিং আর মেটাল ক্যামেরা ডেকো ফোনের সামগ্রিক ডিজাইনকে প্রিমিয়াম লুক দিয়েছে।
ক্যামেরা

প্রথমেই বলেছি, ফ্লাগশিপ গ্রেডের ক্যামেরা রয়েছে স্যামসাংয়ের নতুন এই মডেলে। Samsung Galaxy F56 5G ফোনের ব্যকপ্যানেলে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের OIS ফিচারযুক্ত ট্রিপল ক্যামেরা। ঝকঝকে ছবির সঙ্গে মিলবে ভিডিও ক্যাপচারিংয়ে দারুন অভিজ্ঞতা। অত্যাধুনিক Big Pixel প্রযুক্তি, AI-চালিত ইমেজ প্রসেসর এবং লো-নয়েজ মোড
কম আলোতেও বিশেষ করে নাইট ফটোগ্রাফিতে ডিটেইলস সহ ছবি ছবি তুলতে সাহায্য করবে।
ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের HDR ফ্রন্ট ক্যামেরা। এছাড়া, 4K রেজোলিউশনে 30 ফ্রেম রেট প্রতি সেকেন্ডে এবং 10-বিট HDR ফরম্যাটে ভিডিও রেকর্ডিং সম্ভব এই ফোনে। ফলে, ভিডিওর কালার গ্রেডিং হবে আরও প্রাণবন্ত। উপরন্তু, Portrait 2.0 ও 2X জুমও থাকছে রিয়ার ক্যামেরায়। এর সঙ্গে দেওয়া হয়েছে Object Eraser ও Edit Suggestions-এর মতো জেনারেটিভ AI- পরিচালিত পিকচার এডিটিংয়ের সুবিধাও।
ডিসপ্লে
Samsung Galaxy F56 5G-তে আছে 6.7 ইঞ্চির Full HD+ Super AMOLED Plus ডিসপ্লে। এই অপশনে স্ক্রিনের উজ্জ্বলতা পৌঁছবে 1200 নিট পর্যন্ত। পাশাপাশি, Vision Booster থাকায় ভরা রোদ্দুরেও ডিসপ্লে দেখতে অসুবিধা হবে না। এছাড়া, 120Hz রিফ্রেশ রেট থাকায় সোশ্যাল মিডিয়া বা ওয়েব স্ক্রলিং হয়ে উঠবে আরও মসৃণ।
প্রসেসর
এই ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 চিপসেট। সঙ্গে থাকছে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি। ফলে, দ্রুত ডেটা ট্রান্সফারের পাশাপাশি ফোন চলবে দ্রুত, গেমিং হবে নিখুঁত। এছাড়া, ভ্যাপার কুলিং চেম্বার ও উন্নত গ্রাফিক্স প্রসেসর থাকার জন্য হাই-এন্ড গেম খেলতেও সুবিধা হবে এই সেটে। 5জি কানেক্টিভিটির সুবিধা থাকায় ইন্টারনেটে ডাউনলোড হবে ফাস্ট ও স্ট্রিমিং হবে নিশ্চিন্তে।
ব্যাটারি, সফটওয়্যার ও সিকিউরিটি
Samsung Galaxy F56 5G ফোনটি পাওয়া যাচ্ছে 5000 mAh ব্যাটারির সঙ্গে। তাছাড়া, থাকছে 45ওয়াট সুপারফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে, খুব অল্প সময়েই চার্জ হয়ে যাবে ডিভাইসটি। Galaxy F56 5G ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের One UI 7 ইউজার ইন্টারফেস। বলা বাহুল্য, এই নতুন ইন্টারফেস আরও সহজ, স্মার্ট এবং ব্যক্তিগতকরণের সুযোগ এনে দিয়েছে। হোমস্ক্রিন, লকস্ক্রিন এবং উইজেটে থাকছে নতুন ডিজাইন। পাশাপাশি Now Bar-এর মাধ্যমে লকস্ক্রিন থেকেই দেখে নেওয়া যাবে প্রয়োজনীয় আপডেট। এছাড়া, স্যামসাংয়ের Knox Vault প্রযুক্তির মাধ্যমে এই ফোনে দেওয়া হয়েছে হার্ডওয়্যার লেভেলের সুরক্ষা। সঙ্গে থাকছে Tap & Pay সুবিধা, যা Samsung Wallet-এর মাধ্যমেই কাজ করবে।