Rain Forecast: বৃষ্টির সাথেই স্বস্তি এল দক্ষিণবঙ্গে। প্যাচপ্যাচে গরম থেকে অবশেষে মিলল রেহাই। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির জেরে অনেকটা কমল তাপমাত্রা। তবে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী এখনো বর্ষা ঢোকেনি দক্ষিনবঙ্গে। তাই এই বৃষ্টিকে পূর্ণমাত্রায় বর্ষার বৃষ্টি বলা যাবে না। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকুল পরিস্থিতি তৈরি হচ্ছে গাঙ্গেয় বঙ্গে।
আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন অনুযায়ী, গতকাল মঙ্গলবার পূর্ব বিহারের ওপর যে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটি এখন বর্তমানে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকার ভূপৃষ্ঠ থেকে ৯০০ মিটার উপরে অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আগামিকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
Rain Forecast: দক্ষিনবঙ্গ
আগামিকাল বৃহস্পতিবার, সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে। এছাড়া, আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
কলকাতা সহ এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে কৃষি ও যানবাহন চলাচলের ওপর কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। এছাড়া ফাঁকা জায়গায় বাজ পড়ার সম্ভাবনাও থাকছে।
Rain Forecast: উত্তরবঙ্গ
৫ জুন উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে।
দক্ষিণবঙ্গে বর্ষা কবে?
দক্ষিণবঙ্গের জন্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের কোন দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে ১২ জুনের পর থেকে পরিস্থিতি অনুকূল হয়ে উঠতে পারে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকভাবে বর্ষা প্রবেশ করে ১০ জুন।