Rain Alert: কলকাতা সহ দক্ষিনবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা: ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সকাল থেকেই রোদের তাপ আর অস্বস্তি বেড়েই চলেছে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার বিশেষ কিছু হেরফের হবে না। তবে এর মাঝেই স্বস্তির খবর শোনালো হওয়া অফিস। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিনবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টি জারি থাকলেও তাপের কারণে অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা:
অন্যদিকে, উত্তরবঙ্গের অবস্থা উদ্বেগজনক। আজ বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিন দিনাজপুর এবং মালদায় আজ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।