Online Train Ticket Booking: অনলাইন ট্রেন টিকিট বুকিংয়ের সীমায় বড়সড় ছাড় দিল ভারতীয় রেল। এখন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে মাসে সর্বোচ্চ ২৪ টি টিকিট বুক করা যাবে। এর আগে এক মাসে ১২টির বেশি টিকিট বুক করা যেত না। এই নতুন নিয়মে সবচেয়ে বেশি লাভবান হবেন আধার-লিঙ্কড ব্যবহারকারীরা।
যেসব IRCTC অ্যাকাউন্ট এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়নি, সেসব অ্যাকাউন্টেও সুবিধা বাড়ছে। এইসব অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে যেখানে সর্বোচ্চ ৬টি টিকিট বুক করা যেত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২, অর্থাৎ দ্বিগুণ। আধার লিংকড অ্যাকাউন্টের জন্য সীমা ১২ থেকে বেড়ে সরাসরি হয়েছে ২৪।
নতুন এই নিয়ম কার্যকর হলে যাত্রীদের অনলাইন টিকিট বুকিং অনেক সহজ হবে। বড় পরিবার নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার সময় বা উৎসবের মরশুমে মাসের মধ্যে একাধিকবার ট্রেন টিকিট বুক করার সময় এই ছাড় উল্লেখযোগ্য ভূমিকা নেবে । একাধিক ভ্রমণের পরিকল্পনা থাকলে এখন আর আলাদা আলাদা আইডি থেকে টিকিট বুক করার প্রয়োজন পড়বে না।
IRCTC জানিয়েছে, টিকিট বুকিংয়ের সময় অন্তত একজন যাত্রীর আধার যাচাইকরণ করা থাকলেই এক মাসে ২৪টি টিকিট বুকিং করার সুবিধা পাওয়া যাবে। রেলওয়ে বোর্ডের পরিচালক (যাত্রী বিপণন) বিপুল সিংহল CRIS (সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম) কে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। বলা বাহুল্য, এই ব্যবস্থা মূলত যাত্রীদের সুবিধার্থে এবং পাশাপাশি প্রতারণা, ফেক বুকিং এবং টিকিটের কালোবাজারি বন্ধ করতেই নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
বর্তমানে ট্রেন ভ্রমণের জন্য টিকিট অগ্রিম বুক করতে হয় যাত্রার ৬০ দিন আগে। আগে এই সময়সীমা ছিল ১২০ দিন। তবে অতিরিক্ত ক্যানসেলেশন এবং সিট নষ্ট হওয়ার কারণে তা কমানো হয়েছিল। তবে এখন একটি টিকিটের মাধ্যমে সর্বাধিক ৬ জন যাত্রী ভ্রমণ করতে পারেন।