আগামী ৫ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া? একেবারে দরজায় কড়া নাড়ছে বর্ষা। সাগরে ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী তিন চার দিনের মধ্যেই পুরো আন্দামানে ঢুকে পড়বে বর্ষা। তবে আবহাওয়া দপ্তরের বিশেষ রিপোর্টে এবার আগাম বর্ষার বাণী শোনালেও তাতে এখনই মন ভিজছেনা কলকাতাবাসীর। প্যাচপ্যাচে গরমে শহর কলকাতা একেবারে কাবু। চাতক পাখির মত নগরবাসী চেয়ে আছে আকাশের দিকে। আপাতত দু-এক পশলা বৃষ্টি হলে ভালোই হতো! ঠিক এরই মাঝে, শুক্রবার, শহর কলকাতায় জন্য স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস।
১৮ মে থেকে ২০ মে: ঝড়বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, আগামী ১৮ মে থেকে ২০ মে-র মধ্যে শহর কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
১৮ মে থেকে ২০ মে: দিনে ও রাতে শহরের তাপমাত্রা
এই সময়ের মধ্যে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে। ফলে ঝড়বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনুযায়ী অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে।
১৭ মে, শনিবার শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে বলে জানা যাচ্ছে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ১৮ থেকে ২০ মে শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ ও ২২ মে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে। ২৩ মে থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
ঝড়বৃষ্টি বা বজ্রপাতের সময় নগরবাসীকে ফাঁকা জায়গায় অথবা গাছের তলায় না দাঁড়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া, নির্মাণকর্মী ও খোলা জায়গায় কাজ করা শ্রমিকদেরকে বিশেষ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে।