Amul Milk Price: ১০ মাস পর ফের বাড়ল আমূল দুধের দাম। আজ ১ মে থেকে গোটা দেশ জুড়ে কার্যকরী হচ্ছে বর্ধিত দাম। ফলে আজ থেকে বাজারে দুধ কিনতে গেলে গ্রাহককে বাড়তি টাকা দিয়ে কিনতে হবে। গতকাল ৩০ এপ্রিল বুধবার দুধের দর বৃদ্ধির কথা ঘোষণা করেছিল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ)।
এর আগে গত মঙ্গলবার, ২৭ এপ্রিল মাদার ডেয়ারি দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়িয়েছিল। পরের দিন বুধবার থেকে দেশ জুড়ে এই নতুন দাম চালু হয়। মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম প্রতি লিটারে বেড়ে হয় ৬৯ টাকা। তার ঠিক পরপরই দুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করে গুজরাটের সমবায়।
আমুলের তরফ থেকে জানানো হয়েছে, লিটারে ২ টাকা করে বাড়ছে দুধের দাম। এই মূল্যবৃদ্ধি আমুল স্ট্যান্ডার্ড মিল্ক, আমুল গোল্ড, আমুল তাজা, আমুল স্লিম এন ট্রিম, আমুল গরুর দুধ, আমুল মহিষের দুধ এবং আমুল চা’ই মজা সহ বেশ কয়েক ধরণের দুধের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উৎপাদন খরচ বৃদ্ধির জন্যই দুধের এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানা গেছে।
আমূল দুধের দাম (Amul Milk Price): এক নজরে
- ১. আমুল স্ট্যান্ডার্ড দুধ (৫০০ মিলি): ৩১ টাকা।
- ২. আমুল মহিষের দুধ (৫০০ মিলি): ৩৭ টাকা।
- ৩. আমুল গোল্ড মিল্ক (৫০০ মিলি): ৩৪ টাকা।
- ৪. আমুল গোল্ড মিল্ক (১ লিটার): ৬৭ টাকা।
- ৫. আমুল স্লিম অ্যান্ড ট্রিম মিল্ক (৫০০ মিলি): ২৫ টাকা।
- ৬. আমুল চা স্পেশ্যাল দুধ (৫০০ মিলি): ৩২ টাকা।
- ৬. আমুল চা স্পেশ্যাল দুধ (১ লিটার): ৬৩ টাকা।
- ৭. আমুল ফ্রেশ মিল্ক (৫০০ মিলি): ২৮ টাকা।
- ৮. আমুল ফ্রেশ মিল্ক (১ লিটার): ৫৫ টাকা।
- ৮. গরুর দুধ (৫০০ মিলি): ২৯ টাকা।