Monsoon Update: আন্দামানে পুরোপুরিভাবে ঢুকে পড়ল বর্ষা। উত্তর আন্দামান, মধ্য ও দক্ষিণ আন্দামান এবং নিকোবর জুড়ে আগামী কয়েকদিন টানা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সময়ের বেশ কয়েকদিন আগেই কেরলে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি। এর পাশাপাশি, দক্ষিণ আরব সাগরেও ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ুর চক্র। ২১ মে-র মধ্যে কর্ণাটক উপকূল সংলগ্ন আরব সাগরের মাঝামাঝি অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরেই ২২ মে নাগাদ ওই অঞ্চলে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, এমনই পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। এই নিম্নচাপের টানেই মৌসুমি বায়ুর আগমন দ্রুত ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে।
মৌসম ভবনের খবর অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের আরও কিছু অংশ, মালদ্বীপ ও কোমোরিন অঞ্চল, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে এগিয়ে আসার জন্য অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
Monsoon Update: বাংলায় বৃষ্টির পূর্বাভাষ

তবে আপাতত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাষ রয়েছে বাংলায়। মেঘলা আবহাওয়ার জেরে দিনের তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরম চালু থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলী ও দুই ২৪ পরগণা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই সব একালায় তাপমাত্রার বিশেষ কিছু হেরফের হবে না। তবে তার পর কমতে পারে তাপমাত্রা।
এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সতর্কতাও রয়েছে। দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে জারি থাকবে ভ্যাপসা গরম।
Monsoon Update: উরত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাষ
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দুই দিনাজপুর ও মালদাতেও ভালো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, দার্জিলিং ও কালিম্পঙে ধসের সতর্কতা রয়েছে।