লেহেঙ্গা লুকে মানুষী চিল্লার
শাড়ির জৌলুস হোক বা লেহেঙ্গার আভিজাত্য- ভারতীয় পোশাকের সৌন্দর্য চিরকালই নজরকাড়া। বিশেষ করে উৎসবের মরশুমে আভিজাত্যে মোড়া সেই দেশীয় ফ্যাশন প্রতি বছরই ফিরে আসে নতুন রূপে, নতুন ভাবনায়। বলা যায়, ফিউশন ফ্যাশনের এই আধুনিক যুগেও ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ও নকসার আবেদন আজও সমান উজ্জ্বল। আধুনিক নারীর আত্মবিশ্বাস, রুচি আর স্টাইল সেন্সে আজও জীবন্ত হয়ে ওঠে সেই চিরন্তন দেশীয় ফ্যাশন সংস্কৃতি।
দীপাবলির এই উৎসবের আমেজে সেই আত্মবিশ্বাস আর শৈলীরই প্রতীক হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। যশ রাজ ফিল্মসের ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই মানুষী নিজের স্টাইল নিয়ে রেখেছেন আলাদা পরিচিতি। ট্রেন্ড নয়, বরং নিজস্বতাকেই তিনি মেনে চলেন ফ্যাশনের মূল মন্ত্র হিসেবে।
এমনিতেই মানসীর ব্যক্তিগত জীবন সবসময় চর্চার মধ্যে থাকে। তবে, এবারের ফেস্টিভ ফটোশুটে মানুষীর লুক সমসাময়িক উৎসব ফ্যাশনের মাত্রাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অনন্য এবং মনোমুগ্ধকর রূপে ধরা দিয়েছেন তিনি।
মানুষীর পরনে রয়েছে ‘উইশফুল বাই ডব্লিউ’-এর ডিজাইন করা পোশাক। মরচে-কমলা ব্লাউজের সঙ্গে গাঢ় মেরুন লেহেঙ্গা, আর তাতে মিশে আছে রাজকীয় সৌন্দর্যের ছোঁয়া।
ব্লাউজের গলায় সোনালি এমব্রয়ডারি কারুকার্য এনে দিয়েছে পরিমিত জৌলুস। লেহেঙ্গার নরম, ভাসমান ফ্লেয়ারে ফুটে উঠেছে উৎসবের আবেশ।
এই আউটফিটের সঙ্গে মানুষীর অলংকারে ছিল ‘ঐশপ্রা জেমস অ্যান্ড জুয়েলস’-এর অনিন্দ্যসুন্দর সৃষ্টি- এমেলেল্ড, রুবি ও হীরের সমন্বয়ে গড়া গহনা, যা তাঁর পুরো লুকে যোগ করেছে রাজকীয় আভিজাত্যের পরিশীলন।
মানুষীর মেকআপে ছিল স্বাভাবিক দীপ্তি। চোখে সফট শেড, গালে নরম হাইলাইট, ঠোঁটে হালকা গ্লস। খোলা চুলে হালকা ওয়েভ যেন তার সহজ সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে।
সব মিলিয়ে মানুষী চিল্লারের এই ফেস্টিভ লুকে ধরা পড়েছে আধুনিক ভারতীয় নারীর নতুন সংজ্ঞা। যেখানে ঐতিহ্য, আভিজাত্য আর ট্রেন্ড মিলেমিশে একাকার হয়ে গেছে।
ছবি- এইচটি সিটি শোস্টপার্স-এর ইনস্টাগ্রাম পেজ থেকে।









