Madhyamik Result 2025: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। আজ শুক্রবার ২ মে, সকাল ৯ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে। পৌনে দশটা থেকে পর্ষদের ওয়েবসাইটে ফলাফল পাবলিশ করা হয়। এবার মাধ্যমিক পরীক্ষা হওয়ার ৭০ দিনের মাথায় প্রকাশ করা হল পরীক্ষার ফলাফল।
গতবারের তুলনায় এবারের মাধ্যমিকে ০.২৫ শতাংশ পাসের হার বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৮৬.৫৬ শতাংশ। পাসের হারের নিরিখে শীর্ষস্থানে আছে পূর্ব মেদিনীপুর জেলা (৯৬.৪৬ শতাংশ)। দ্বিতীয় স্থানে আছে উত্তরবঙ্গের কালিম্পং ( ৯৬.০৯ শতাংশ)। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা (৯২.৩০ শতাংশ) ও পশ্চিম মেদিনীপুর (৯০.৫২ শতাংশ)।
অন্যান্যবারের মত এবারের মাধ্যমিকেও জেলাগুলির সাফল্য চোখে পড়ার মত।
Madhyamik Result 2025: মাধ্যমিক পরীক্ষার ফলাফল

২০২৫ সালের মাধ্যমিক প্রথম স্থান অধিকার করেছে অদৃত সরকার। আদৃতের মোট প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ)।
আদৃত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র।
যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। অনুভব ও সৌম্য দুজনেই পেয়েছে ৬৯৪ নম্বর (৯৯.১৪ শতাংশ)।
এবছর মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ও সার্বিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর পেয়েছে ৬৯৩ নম্বর (৯৯.০০ শতাংশ)।
মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ। পরীক্ষা শেষ হয়েছিল ২২ তারিখ। এবছর মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।