পুজোর বাংলা সিনেমা
শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব শারদীয়া দুর্গোৎসব। দেবী পক্ষের সূচনা আজ থেকেই। আর পুজো শুরু মানেই শুরু হইচই, হৈ-হুল্লোড় আর আনন্দ উৎসব। রাত জেগে ঠাকুর দেখার মাঝে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারা। নতুন সাজে সবার মাঝে নিজেকে চিনে নেওয়া। এর সাথে অবশ্যই আছে পেটপুজো আর সুযোগ পেলেই বড় পর্দায় আয়েস করে সিনেমা দেখে ফেলা। প্রতিবারের মত এবারেও পুজোর সময় বড়পর্দায় মুক্তি পাচ্ছে বেশ কিছু নতুন বাংলা সিনেমা। থাকছেন দেব, আবির, প্রসেনজিত চট্টোপাধ্যায়ের মত টলিউডের তারকারা। পুজোর দিনগুলোতে বিনোদনের পসার নিয়ে রেডি পেক্ষাগৃহ গুলোও। আসুন দেখে নিই এই পুজোয় কোনদিন কোন বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে।
রঘু ডাকাত
আঠারশ শতকের ‘রবিনহুড’ রঘু ডাকাতের ভূমিকায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেব কে। পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবির অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি, ইধিকা পাল, সোহিনী সরকার প্রমুখ।
ধরন: ঐতিহাসিক অ্যাকশন ড্রামা
বিশেষত্ব: রবিনহুড স্টাইলে দেবের আত্মপ্রকাশ, ভিন্ন অবতারে অনির্বাণ ভট্টাচার্য।
মুক্তির তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫।

রক্তবীজ ২
২০২৩-এর উইন্ডোজ প্রোডাকশন হাউজের ব্যানারে রক্তবীজ-এর সিক্যুয়েল হল এই রক্তবীজ ২। সামাজিক ও রাজনৈতিক আবহে ভরপুর এই ছবি পুজোর সময় দর্শকদের রোমাঞ্চিত করবে। সন্ত্রাসবাদ ও ভারত-বাংলাদেশ সম্পর্ক এই ছবির মূল বিষয়। ইতিমধ্যেই ট্রিজার ঝড় তুলেছে দর্শকমহলে। ছবির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। অভিনয়ে আছেন আবীর চ্যাটার্জী, মিমি চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায় প্রমুখ।
ধরন: পলিটিকাল থ্রিলার।
বিশেষত্ব : ২০২৩ এর ‘রক্তবীজ’-এর সরাসরি দ্বিতীয় অধ্যায়।
মুক্তির তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫।

দেবী চৌধুরানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের আধারে এক নারীর বিপ্লবী হয়ে ওঠার কাহিনী। নাম ভূমিকায় ডাকাত রানীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিত চট্টোপাধ্যায়। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র। অন্যান্য চরিত্রে সব্যসাচী চক্রবর্তী , বিবৃতি চ্যাটার্জী, অর্জুন চক্রবর্তী এবং আরো অনেকে।
ধরন: ঐতিহাসিক একশান ড্রামা।
বিশেষত্ব : ঐতিহাসিক ড্রামা ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি।
মুক্তির তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

যতকাণ্ড কলকাতাতেই
নওশাবা বাংলাদেশের অভিনেত্রী। টলিউডে তার এটা প্রথম ছবি। পুজোর সময় এটি আবিরের আরও একটি ছবি। রয়েছে রহস্য, টানটান সাসপেন্স। কলকাতার প্রেক্ষাপটে এক জটিল রহস্যের উন্মোচন করবেন ফেলুদার ছায়াসঙ্গী তোপসে। পরিচালনা করেছেন অনিক দত্ত।
ধরন: রহস্য ড্রামা।
বিশেষত্ব : ট্রিবিউট টু ফেলুদা। আছেন তোপসে।
মুক্তির তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

তাহলে আর দেরি কিসের? এখনই প্ল্যান করে ফেলুন ঠাকুর দেখার ফাঁকে পুজোর কোন দিন কোন বাংলা সিনেমা দেখবেন।